শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত

প্রকাশিত : ১৫ মে, ২০২১, ১০:৩৮ রাত
আপডেট : ১৫ মে, ২০২১, ১০:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে ভারত থেকে ফেরা ৪ জনের করোনা শনাক্ত

দিদারুল আলম: ভারত থেকে চট্টগ্রামে ফেরা চারজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যদিও তাদের দেহে ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। আক্রান্তরা হলেন নগরীর খুলশী থানার বাসিন্দা জাহেদা বেগম, পটিয়ার সুলতান আহমেদ, হালিশহরের সাজেদা আক্তার এবং জেলার সাতকানিয়ার মিজানুর রহমান। শনিবার (১৫ মে) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির এসব তথ্য জানান।

তিনি বলেন, করোনা আক্রান্ত চারজনের কারও শরীরে ভারতীয় ভ্যরিয়েন্ট আছে কিনা নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে। আক্রান্তদের মধ্যে মিজানুর রহমান সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকিরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির।

জানা গেছে, ১৫ মে পর্যন্ত ভারত থেকে আসা ৪২ জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন। এর মধ্যে ১৭ জন রোগী ও বাকিরা রোগীর স্বজন। তাদের মধ্যে চারজনের করোনা পজিটিভ আসে গত ১৩ মে। নেগেটিভ আসা বাকি ৩৮ জনকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাধ্যমে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়