শিরোনাম
◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলায় অন্তত ৪০ জন নিহত ◈ ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন ডেলসি রদ্রিগেজ ◈ টানা পাঁচ মাস রপ্তানি আয় হ্রাস: দেড় বছরের মধ্যে সর্বোচ্চ পতন ডিসেম্বরে ◈ অ‌্যাস্টন ভিলা বড় জ‌য়ে ম্যান সিটিকে টপকে গে‌লো ◈ চুক্তির পথে বাংলাদেশ–ব্রাজিল, কৃষি ও ওষুধ রফতানিতে নতুন সম্ভাবনা ◈ পাল্টা হামলা চালালো ভেনেজুয়েলা, ক্ষতিগ্রস্ত মার্কিন যুদ্ধবিমান ◈ ভারতে নয়, শ্রীলঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ খেলার প্রস্তাব করেছি: আসিফ নজরুল ◈ ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতাকে ছাড়াতে থানা ঘেরাও (ভিডিও) ◈ শাহরুখ খা‌নের কেকেআর থেকে মুস্তাফিজ বাদ পড়তেই উচ্ছ্বসিত ভার‌তের ক্ষমতাসীন দল বিজেপি  ◈ সামরিক অভিযানে আটক মাদুরোর ছবি প্রকাশ করলেন ট্রাম্প

প্রকাশিত : ১৫ মে, ২০২১, ১০:৩৮ রাত
আপডেট : ১৫ মে, ২০২১, ১০:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে ভারত থেকে ফেরা ৪ জনের করোনা শনাক্ত

দিদারুল আলম: ভারত থেকে চট্টগ্রামে ফেরা চারজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যদিও তাদের দেহে ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। আক্রান্তরা হলেন নগরীর খুলশী থানার বাসিন্দা জাহেদা বেগম, পটিয়ার সুলতান আহমেদ, হালিশহরের সাজেদা আক্তার এবং জেলার সাতকানিয়ার মিজানুর রহমান। শনিবার (১৫ মে) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির এসব তথ্য জানান।

তিনি বলেন, করোনা আক্রান্ত চারজনের কারও শরীরে ভারতীয় ভ্যরিয়েন্ট আছে কিনা নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে। আক্রান্তদের মধ্যে মিজানুর রহমান সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকিরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির।

জানা গেছে, ১৫ মে পর্যন্ত ভারত থেকে আসা ৪২ জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন। এর মধ্যে ১৭ জন রোগী ও বাকিরা রোগীর স্বজন। তাদের মধ্যে চারজনের করোনা পজিটিভ আসে গত ১৩ মে। নেগেটিভ আসা বাকি ৩৮ জনকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাধ্যমে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়