শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ১৫ মে, ২০২১, ১০:৩৮ রাত
আপডেট : ১৫ মে, ২০২১, ১০:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে ভারত থেকে ফেরা ৪ জনের করোনা শনাক্ত

দিদারুল আলম: ভারত থেকে চট্টগ্রামে ফেরা চারজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যদিও তাদের দেহে ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। আক্রান্তরা হলেন নগরীর খুলশী থানার বাসিন্দা জাহেদা বেগম, পটিয়ার সুলতান আহমেদ, হালিশহরের সাজেদা আক্তার এবং জেলার সাতকানিয়ার মিজানুর রহমান। শনিবার (১৫ মে) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির এসব তথ্য জানান।

তিনি বলেন, করোনা আক্রান্ত চারজনের কারও শরীরে ভারতীয় ভ্যরিয়েন্ট আছে কিনা নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে। আক্রান্তদের মধ্যে মিজানুর রহমান সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকিরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির।

জানা গেছে, ১৫ মে পর্যন্ত ভারত থেকে আসা ৪২ জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন। এর মধ্যে ১৭ জন রোগী ও বাকিরা রোগীর স্বজন। তাদের মধ্যে চারজনের করোনা পজিটিভ আসে গত ১৩ মে। নেগেটিভ আসা বাকি ৩৮ জনকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাধ্যমে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়