শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৫ মে, ২০২১, ১২:৩৩ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২১, ০২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘূর্ণিঝড় ‘টাউকটে’ ভারতের দিকে ধেয়ে আসছে

কেএম নাহিদ : [২] ভারতের পশ্চিম উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘টাউকটে’। মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়তে পারে। আবহাওয়া অফিসের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, শুক্রবার রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হয় ‘টাউকটে’। আগামী কয়েক ঘণ্টায় তা আরও শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

[৩] বুলেটিন আবহাওয়া অফিস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টায় লাক্ষাদ্বীপ এবং আরব সাগরের পূর্ব-মধ্য ও দক্ষিণ-পূর্ব এলাকায় অবস্থান করছিল ঘূর্ণিঝড় ‘টাউকটে’। কেরালার কান্নুরের থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিমে ২৯০ কিলোমিটার, গুজরাটের ভেরাবলের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ১ হাজার ১০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড়টি অবস্থান করছিল।

[৪] আগামী কয়েক ঘণ্টায় তা ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সকালে গুজরাট উপক‚লের কাছে পৌঁছাবে। সেই সময় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৩৫-১৪৫ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে।

[৫] এর আগে সোমবার রাত ১১টা ৩০ মিনিট নাগাদ ঝড়ের তীব্রতা সবচেয়ে বেশি থাকবে। সে সময় ঘণ্টায় ১৫০-১৬০ কিলোমিটার বেগে বইবে ঝড়। কখনো কখনো তা ঘণ্টায় ১৭৫ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। এদিকে ‘টাউকটে’র প্রভাবে শনিবার থেকেই লাক্ষাদ্বীপ, কেরালা, তামিলনাড়ুর ঘাট জেলা, কর্নাটকের উপক‚লবর্তী এলাকা ও ঘাট জেলার পার্শ্ববর্তী অঞ্চল, কঙ্কন ও গোয়া উপক‚ল, গুজরাট এবং দক্ষিণ-পশ্চিম রাজস্থানে বৃষ্টি হতে পারে। ইতোমধ্যে কয়েকটি এলাকায় বর্ষণ শুরু হয়ে গেছে।

[৬] সমুদ্র উত্তাল থাকায় আগামী মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের আরব সাগরে যেতে নিষেধ করা হয়েছে।
অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়ার আশঙ্কায় ইতোমধ্যে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকারগুলো। নিচু এলাকায় বসবাসকারী পরিবারগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সূত্র:ভারত বার্তা, হিন্দুস্তান টাইমস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়