শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০৩:২১ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২১, ০৩:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরের ১৩ টি গ্রামে পালিত হচ্ছে ঈদ

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের বোয়ালমারীর ১৩টি গ্রামে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপিত হচ্ছে। আজ বৃহস্পতিবার (১৩ মে) বাংলাদেশে ঈদ উদযাপিত হওয়ার একদিন আগে এ ঈদ অনুষ্ঠিত হচ্ছে।

[৩] জানা যায়, পবিত্র রোজা পালন শেষে আজ বৃহস্পতিবার (১৩ মে) সকাল ৯ টায় এবং ১০টায় এসব ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের ১৩টি গ্রামের মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগে পবিত্র রোজা পালন শুরু করে। তাই অন্য এলাকার একদিন আগে ওই ১৩ গ্রামের লোকজন ঈদ উদযাপন করেন।

[৪] বোয়ালমারীর শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইসরাফিল মোল্যা ঈদ উদযাপনের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের ১৩ গ্রামের মানুষ বৃহস্পতিবার (১৩ মে) ঈদুল ফিতরের নামায আদায় করেন। তিনি আরো জানান, দীর্ঘদিন যাবৎ এই গ্রামগুলোর মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা ও দুইটি ঈদ পালন করে আসছেন।

[৫] বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম,এম মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান, উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের কাটাগড়, সহস্রাইল, দরি সহস্রাইল, মাইটকোমড়া, রাখালতলি, দুর্গাপুর, গঙ্গানন্দপুরসহ ১৩টি গ্রামের প্রায় তিনশো পরিবারের কয়েক হাজার মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে রোজা ও দুইটি ঈদ পালন করে থাকেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তারা ঈদুল ফিতর উদযাপন করছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়