শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০৩:২১ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২১, ০৩:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরের ১৩ টি গ্রামে পালিত হচ্ছে ঈদ

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের বোয়ালমারীর ১৩টি গ্রামে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপিত হচ্ছে। আজ বৃহস্পতিবার (১৩ মে) বাংলাদেশে ঈদ উদযাপিত হওয়ার একদিন আগে এ ঈদ অনুষ্ঠিত হচ্ছে।

[৩] জানা যায়, পবিত্র রোজা পালন শেষে আজ বৃহস্পতিবার (১৩ মে) সকাল ৯ টায় এবং ১০টায় এসব ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের ১৩টি গ্রামের মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগে পবিত্র রোজা পালন শুরু করে। তাই অন্য এলাকার একদিন আগে ওই ১৩ গ্রামের লোকজন ঈদ উদযাপন করেন।

[৪] বোয়ালমারীর শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইসরাফিল মোল্যা ঈদ উদযাপনের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের ১৩ গ্রামের মানুষ বৃহস্পতিবার (১৩ মে) ঈদুল ফিতরের নামায আদায় করেন। তিনি আরো জানান, দীর্ঘদিন যাবৎ এই গ্রামগুলোর মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা ও দুইটি ঈদ পালন করে আসছেন।

[৫] বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম,এম মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান, উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের কাটাগড়, সহস্রাইল, দরি সহস্রাইল, মাইটকোমড়া, রাখালতলি, দুর্গাপুর, গঙ্গানন্দপুরসহ ১৩টি গ্রামের প্রায় তিনশো পরিবারের কয়েক হাজার মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে রোজা ও দুইটি ঈদ পালন করে থাকেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তারা ঈদুল ফিতর উদযাপন করছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়