শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০৩:২১ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২১, ০৩:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরের ১৩ টি গ্রামে পালিত হচ্ছে ঈদ

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের বোয়ালমারীর ১৩টি গ্রামে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপিত হচ্ছে। আজ বৃহস্পতিবার (১৩ মে) বাংলাদেশে ঈদ উদযাপিত হওয়ার একদিন আগে এ ঈদ অনুষ্ঠিত হচ্ছে।

[৩] জানা যায়, পবিত্র রোজা পালন শেষে আজ বৃহস্পতিবার (১৩ মে) সকাল ৯ টায় এবং ১০টায় এসব ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের ১৩টি গ্রামের মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগে পবিত্র রোজা পালন শুরু করে। তাই অন্য এলাকার একদিন আগে ওই ১৩ গ্রামের লোকজন ঈদ উদযাপন করেন।

[৪] বোয়ালমারীর শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইসরাফিল মোল্যা ঈদ উদযাপনের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের ১৩ গ্রামের মানুষ বৃহস্পতিবার (১৩ মে) ঈদুল ফিতরের নামায আদায় করেন। তিনি আরো জানান, দীর্ঘদিন যাবৎ এই গ্রামগুলোর মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা ও দুইটি ঈদ পালন করে আসছেন।

[৫] বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম,এম মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান, উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের কাটাগড়, সহস্রাইল, দরি সহস্রাইল, মাইটকোমড়া, রাখালতলি, দুর্গাপুর, গঙ্গানন্দপুরসহ ১৩টি গ্রামের প্রায় তিনশো পরিবারের কয়েক হাজার মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে রোজা ও দুইটি ঈদ পালন করে থাকেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তারা ঈদুল ফিতর উদযাপন করছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়