শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০৮:৩৯ সকাল
আপডেট : ১৩ মে, ২০২১, ০২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে ডুবে যাওয়া মাইক্রোবাসের চালকের মরদেহ উদ্ধার

মো.ইউসুফ মিয়া : [২] বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে দৌলতদিয়া ঘাটের ৭ নং পন্টুনের কাছ থেকে মারুফ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মারুফ হোসেন সিলেটের জকিগঞ্জ উপজেলার সুন্দরারচক গ্রামের মৃত মানিক হোসেনের ছেলে। তিনি ঢাকার রামপুরাতে থাকতেন।

[৩] গাড়ির মালিক মাকসেদুর রহমান রিতুর বিদেশ থেকে আসা শ্যালককে চুয়াডাঙ্গা পৌঁছে দিয়ে ঢাকায় ফিরছিলেন।

[৪] মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মোন্নাফ শেখ।

[৫] তিনি জানান, সকাল ৭ টা ৫০ মিনিটের দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পাই। খবর পেয়ে সাড়ে ৮ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি উদ্ধারের পর নিহত মারুফের স্বজনরা মরদেহ শনাক্ত করেন। তারা মঙ্গলবার (১১ মে) রাত থেকেই ঘাট এলাকাতে অপেক্ষা করছিল। প্রশাসনের মাধ্যমে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। উদ্ধার কাজে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মীরাও সহযোগিতা করেছেন বলে জানান তিনি।

[৬] উল্লেখ্য, মঙ্গলবার (১১ মে) চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস বেলা সাড়ে ১১ টার দিকে দৌলতদিয়া ঘাটের ৫ নং পন্টুনের তার ছিড়ে গেলে মাইক্রোবাসটি নদীতে পড়ে ডুবে যায়। সেই থেকে মাইক্রোবাসের চালক নিখোঁজ ছিল। তবে মাইক্রোবাসে কোন যাত্রী ছিল না বলে স্থানীয়রা জানান। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়