শিরোনাম
◈ খালেদা জিয়ার মরদেহ হাসপাতাল থেকে নেয়া হচ্ছে বাসভবন ফিরোজায় ◈ খালেদা জিয়ার জানাজা: বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে যেসব সড়ক ◈ এবার ভোটারদের কাছে ক্ষমা চেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৪ নেতা ◈ জ্বালাময়ী যে বক্তব্যের পর বেগম খালেদা জিয়াকে আর জনসমাবেশ করতে দেওয়া হয়নি (ভিডিও) ◈ এবার কারাগার থেকে প্রার্থী হলেন সাবেক যুবলীগ নেতা ◈ রাজপথের সংগ্রাম থেকে ঘরোয়া স্নেহ—ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন ছিলেন ◈ খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের তিন মেয়াদে আলোচিত ১০টি ঘটনা ◈ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ◈ গণতান্ত্রিক সংগ্রামে অনন্য অনুপ্রেরণা ছিলেন খালেদা জিয়া—ড. কামাল ◈ খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০৮:৩৯ সকাল
আপডেট : ১৩ মে, ২০২১, ০২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে ডুবে যাওয়া মাইক্রোবাসের চালকের মরদেহ উদ্ধার

মো.ইউসুফ মিয়া : [২] বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে দৌলতদিয়া ঘাটের ৭ নং পন্টুনের কাছ থেকে মারুফ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মারুফ হোসেন সিলেটের জকিগঞ্জ উপজেলার সুন্দরারচক গ্রামের মৃত মানিক হোসেনের ছেলে। তিনি ঢাকার রামপুরাতে থাকতেন।

[৩] গাড়ির মালিক মাকসেদুর রহমান রিতুর বিদেশ থেকে আসা শ্যালককে চুয়াডাঙ্গা পৌঁছে দিয়ে ঢাকায় ফিরছিলেন।

[৪] মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মোন্নাফ শেখ।

[৫] তিনি জানান, সকাল ৭ টা ৫০ মিনিটের দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পাই। খবর পেয়ে সাড়ে ৮ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি উদ্ধারের পর নিহত মারুফের স্বজনরা মরদেহ শনাক্ত করেন। তারা মঙ্গলবার (১১ মে) রাত থেকেই ঘাট এলাকাতে অপেক্ষা করছিল। প্রশাসনের মাধ্যমে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। উদ্ধার কাজে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মীরাও সহযোগিতা করেছেন বলে জানান তিনি।

[৬] উল্লেখ্য, মঙ্গলবার (১১ মে) চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস বেলা সাড়ে ১১ টার দিকে দৌলতদিয়া ঘাটের ৫ নং পন্টুনের তার ছিড়ে গেলে মাইক্রোবাসটি নদীতে পড়ে ডুবে যায়। সেই থেকে মাইক্রোবাসের চালক নিখোঁজ ছিল। তবে মাইক্রোবাসে কোন যাত্রী ছিল না বলে স্থানীয়রা জানান। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়