শিরোনাম
◈ রাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি সংকটে পোশাক খাতের কার্যাদেশ চলে যাচ্ছে প্রতিবেশী দেশে ◈ আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ৫০% সেনা সদস্যকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা

প্রকাশিত : ১২ মে, ২০২১, ১১:৪২ রাত
আপডেট : ১২ মে, ২০২১, ১১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে কর্মহীন ক্লার্কদের ঈদ উপহার দিলেন জেলা প্রশাসন

দিদারুল আলম: চট্টগ্রাম আদালতের কর্মহীন ৩শ ক্লার্ক এর হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসন। বুধবার (১২ মে) চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে ক্লার্ক এসোসিয়েশনের সদস্যদের মাঝে এ উপহার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

এসময় জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা মহামারির শুরু থেকে নগরজুড়ে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের ত্রাণ সহায়তা দিয়ে আসছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এই পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ১৭ হাজার পরিবারকে নগদ টাকা ও ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। এর ধারাবাহিকতায় আজ আদালত ভবনে কর্মহীন হয়ে পড়া ৩শ কর্মচারিদের এ আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, মধ্যবিত্ত শ্রেণির অনেকে লজ্জায় সহায়তা চাইতে পারেনা। কিন্ত তারা ৩৩৩ তে ফোন করে আমাদের কাছে সহযোগিতা চান। নগরীতে প্রতিদিন প্রায় দেড়শ—২শ এমন পরিবারকে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এছাড়াও চট্টগ্রাম জেলার গ্রাম ও শহরে যারা সহায়তা চাচ্ছে আমরা তাদেরকে সহযোগিতা করতে সর্বাত্মক চেষ্টা করছি।

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের(স্থানীয় সরকার) উপ—পরিচালক বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) এস এম জাকারিয়া, স্টাফ অফিসার টু ডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানাসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়