দিদারুল আলম: চট্টগ্রাম আদালতের কর্মহীন ৩শ ক্লার্ক এর হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসন। বুধবার (১২ মে) চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে ক্লার্ক এসোসিয়েশনের সদস্যদের মাঝে এ উপহার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
এসময় জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা মহামারির শুরু থেকে নগরজুড়ে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের ত্রাণ সহায়তা দিয়ে আসছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এই পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ১৭ হাজার পরিবারকে নগদ টাকা ও ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। এর ধারাবাহিকতায় আজ আদালত ভবনে কর্মহীন হয়ে পড়া ৩শ কর্মচারিদের এ আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, মধ্যবিত্ত শ্রেণির অনেকে লজ্জায় সহায়তা চাইতে পারেনা। কিন্ত তারা ৩৩৩ তে ফোন করে আমাদের কাছে সহযোগিতা চান। নগরীতে প্রতিদিন প্রায় দেড়শ—২শ এমন পরিবারকে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এছাড়াও চট্টগ্রাম জেলার গ্রাম ও শহরে যারা সহায়তা চাচ্ছে আমরা তাদেরকে সহযোগিতা করতে সর্বাত্মক চেষ্টা করছি।
এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের(স্থানীয় সরকার) উপ—পরিচালক বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) এস এম জাকারিয়া, স্টাফ অফিসার টু ডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানাসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।