শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১২ মে, ২০২১, ১১:৪২ রাত
আপডেট : ১২ মে, ২০২১, ১১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে কর্মহীন ক্লার্কদের ঈদ উপহার দিলেন জেলা প্রশাসন

দিদারুল আলম: চট্টগ্রাম আদালতের কর্মহীন ৩শ ক্লার্ক এর হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসন। বুধবার (১২ মে) চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে ক্লার্ক এসোসিয়েশনের সদস্যদের মাঝে এ উপহার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

এসময় জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা মহামারির শুরু থেকে নগরজুড়ে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের ত্রাণ সহায়তা দিয়ে আসছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এই পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ১৭ হাজার পরিবারকে নগদ টাকা ও ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। এর ধারাবাহিকতায় আজ আদালত ভবনে কর্মহীন হয়ে পড়া ৩শ কর্মচারিদের এ আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, মধ্যবিত্ত শ্রেণির অনেকে লজ্জায় সহায়তা চাইতে পারেনা। কিন্ত তারা ৩৩৩ তে ফোন করে আমাদের কাছে সহযোগিতা চান। নগরীতে প্রতিদিন প্রায় দেড়শ—২শ এমন পরিবারকে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এছাড়াও চট্টগ্রাম জেলার গ্রাম ও শহরে যারা সহায়তা চাচ্ছে আমরা তাদেরকে সহযোগিতা করতে সর্বাত্মক চেষ্টা করছি।

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের(স্থানীয় সরকার) উপ—পরিচালক বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) এস এম জাকারিয়া, স্টাফ অফিসার টু ডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানাসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়