শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১০ মে, ২০২১, ১০:৫৬ দুপুর
আপডেট : ১০ মে, ২০২১, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উন্মুক্ত চাঁদ ভারতে নয়, খেলবেন যুক্তরাষ্ট্রের হয়ে

স্পোর্টস ডেস্ক : [২] উন্মুক্ত চাঁদ, ২০১২ সালে শুধু অনূর্ধ্ব-১৯ দলেরই হয়েই ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। ছিলেন সম্ভাবনাময় একজন ক্রিকেটাররও। দুর্দান্ত এই তরুণ ব্যাটসম্যান আইপিএলে এসেই যেন খেই হারিয়ে ফেলেন।

[৩] বিশ্বকাপ জয়ী অধিনায়ক হয়ে যেন ভবিষ্যতের কথা ভুলেই গিয়েছিলেন তিনি। সব ভুলে খামখেয়ালীপনায় মেতে থাকা উন্মুক্ত চাঁদের জাতীয় দল তো দূরে থাক, আইপিএলেও আর সুযোগ হয়নি। ঘরোয়া ক্রিকেটের অন্যসব টুর্নামেন্টেও তার চাহিদা নেই। যে জন্য পথ না পেয়ে থিতু হবার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রে। আমেরিকা ক্রিকেট তাদের দেশের ক্রিকেটকে ঢেলে সাজাচ্ছে ভিনদেশী খেলোয়াড় এনে।

[৪] যেই সুযোগটাই নিচ্ছে এশিয়াসহ আফ্রিকান ক্রিকেটাররা। উন্মুক্ত চাঁদ, হার্মিত সিং, সামিত প্যাটেলসহ ৪০ জন ক্রিকেটার চলে গেছেন যুক্তরাষ্ট্রে। এছাড়াও মোট ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মোট ১০০ জন ক্রিকেটার পাড়ি জমাচ্ছেন সেখানে।

[৫] পাকিস্তানের সাবেক ওপেনার সামি আসলাম অবসর নেন যুক্তরাষ্ট্রে খেলার জন্য। ১৩ টেস্ট খেলা সামি বারবার উপেক্ষিত জাতীয় দলে। তাই শেষ রাস্তা হিসেবে যুক্তরাষ্ট্রকেই বেছে নিয়েছেন। পাক প্যাশনকে দেয়া সাক্ষাতকারে সামি বলেছেন, উন্মুক্ত চাঁদ, হার্মিত সিং, সামিত প্যাটেলসহ ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার যুক্তরাষ্ট্রে চলে গেছে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতে। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকারও অনেকে আছে যাবার অপেক্ষায়।

[৬] সামি আরও বলেন, আমেরিকায় অন্তত স্বজনপ্রীতি নেই। শুধু আমি না, অনেকেই আমাকে ফোন করেছে চলে যাওয়ার জন্য। এই সংখ্যা অন্তত একশ হবে। এমন আছে, যারা দেশেও দুর্দান্ত খেলছে এখনও। আমি মনে করি চলে যাওয়া উচিৎ। তারা দ্রুত এগুচ্ছে ক্রিকেটে। - জি নিউজ/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়