শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০২:১৫ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২১, ০২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্সে এক রোগীর আত্মহত্যা

আসাদুজ্জামান:[২] সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোহাম্মাদ আলী (৭১) নামের এক রুগী রোগের যন্ত্রনা সইতে না পেরে আত্নহত্যা করেছে। শুক্রবার ভোর রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটেছে। আত্নহত্যায় মারা যাওয়া ব্যাক্তি উপজেলার টাউনশ্রীপুর গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে।

[৩] পরিবার সুত্রে জানা গেছে, গত ৩ দিন আগে প্রস্রাবের ইনফেকশন জণিত জ্বালাপোড়া নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রোগের কষ্ট সহ্য করতে না পেরে সবাই ঘুমিয়ে পড়লে তিনি আত্নহত্যা করেন।

[৪] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ জানান, মোহাম্মাদ আলী গত ৫ তারিখে দেড়টায় ভর্তি হন। শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে বাথরুমের পাশের গ্রিলের সাথে গেঞ্জি পেঁচিয়ে আত্নহত্যা করেছেন। ভর্তির পর আমি নিজেও তাকে দেখেছি। হাসপাতালের ডাক্তারা তাকে সঠিক ভাবে চিকিৎসা দিচ্ছিলেন।

[৫] তিনি আরো বলেন, আত্নহত্যার পিছনে রোগের যন্ত্রনার কারণ ছাড়াও আর কিছু আছে কিনা তা জানা যায়নি। দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে একজন এসআই পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর আসল রহস্য জানা যাবে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়