মশিউর রহমান:[২] পিরোজপুরের নাজিরপুরে সৎ ভাইয়ের পরিবারের হাতে জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষে সৎ তিন ভাইয়ের আহতের ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে নাজিরপুর উপজেলার ৮নং শ্রীরামকাঠী ইউনিয়নের উদয়তারা গ্রামে।
[৩] আহতরা হল, উদয়তারা গ্রামের মৃত. আঃ মন্নান বেপারীর পুত্র আ.রহিম বেপারী (২৭),মো. আবু আনসার বেপারী (২৫),মো. ইব্রাহিম বেপারী (২৩)। থানার অভিযোগ সুত্রে জানা যায়, উদয়তারা গ্রামের আ. মন্নান বেপারীর প্রথম পক্ষের পুত্র লোকমান বেপারী গং অবৈধ ভাবে জোড় পুর্বক তার সৎ ভাইদের জায়গা দখল করে ভোগ করার কারনে বহু পুর্ব হতে বিরোধ চলে আসছে।
[৪] গত ৩০ এপ্রিল শুক্রবার সকালে লোকমান গং বিরোধীয় সম্পত্তিতে মাটি কাটিয়া ক্ষতি সাধন করিতে থাকিলে লোকমানের সৎ ভাই মো. আবু আনসার ও মো. ইব্রাহিম বাধা দিলে লোকমান গং মাটিকাটা বন্ধ করিয়া চলিয়া গেলে ও এর পরিনাম ভাল হবে না বলে হুমকি দেয়।
[৫] এ ঘটনার দিন সন্ধ্যায় ইফতার শেষে একই গ্রামের স্থানীয় জাহাঙ্গীরের দোকানে অভিযোগকারীর ভাই চা খাওয়া শেষে তিন ভাই মিলে বাড়ীর উদ্দেশ্যে রওনা করিলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা লোকমান বেপারী, মো আরিফিন বেপারী,উজ্জল বেপারী, মোসাম্মৎ আঙ্গুয়ারা,লাইবিন, ও শারমিন বেগম গং দা, জিআই পাইপ,লোহার রড ও হাতুরী দিয়ে আবু আনসারের শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে রাস্তায় জখম করে।
[৬] আরিফিনের দায়ের কোপে অভিযোগকারী রহিমের মাথার পিছনে গুরুতর হাড় কাটা রক্তাক্ত জখম হয়। আসামী উজ্জলের জি আই পাইপের আঘাতে ইব্রাহীমের নাকের হাড় ভেঙ্গে মারত্নক হাড় ভাঙ্গা জখম হয়। স্থানীয় লোকজনের সহায়তায় তাৎক্ষনিক গুরুতর আহত অবস্থায় আ. রহিম বেপারী, মো. আবু আনসার বেপারী, মো. ইব্রাহীম বেপারীকে নিকটস্থ নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকরা হয়।
[৭] এ ব্যপারে অভিযোগকারী আ. রহিম জানান, আমার সৎ ভাই লোকমান বেপারী, আমার বাবার দ্বিতীয় বিবাহকে কোন দিন সুনজরে দেখে নাই। আমরা ছোট থাকা কালীন থেকেই লোকমান গং আমাদের ঠকাইয়া জায়গা জমি জবর দখল করিয়া ভোগ করিবার চেষ্টা চালিয়ে আসিতেছে। লোকমান বেপারী জানান, উক্ত বিরোধীয় সম্পত্তি আমি গত ১০ বছর যাবত মৌখিক ভাবে এওয়াজ করে সমরিশের মাধ্যমে ভোগ দখল করে এসেছি, কিন্তু ভাই-ভাই রক্তের সম্পর্ক বিধায় কোন ডকুমেন্ট রাখা হয় নাই।
[৮] উক্ত বিরোধীয় জমি নাল জমি ছিল, আমি প্রায় ১০ লক্ষ টাকা খরচ করে মাটি কেটে বালু ভরাট করে ভীটা বাড়ি তৈরি করেছি, এখন তারা দেখতেছে এওয়াজ বদল করা জায়গার চেয়ে এই জায়গার মূল্য বেশি বিধায় এখন আমার সৎ ভাইয়েরা এওয়াজ করবে না। তবে জোড় র্পূবক দখল করা বিষয়টা মিথ্যা। আমি জোড় পূর্বক দখল করি নাই ভাই-ভাই সমরিশের মাধ্যমে এওয়াজ বদল করেছিলাম।
[৯] তারা এখন অস্বীকার করলে আমার কিছু করার নাই। মারামারির বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, একটু হাতাহাতি হয়েছে, তারাও আহত হয়েছে আমরাও আহত হয়েছি।এ ব্যপারে থানা অফিসার ইনচার্জ মো. আশরাফুজ্জামান জানান, এ ঘটনায় গতকাল নিয়মিত মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে,আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।সম্পাদনা :অনন্যা আফরিন