ফরহাদ আমিন: [২]কক্সবাজারের টেকনাফে চারটি বস্তার ভিতর থেকে মালিক বিহীন২লাখ ৫০হাজার ইয়াবা ও একটি মদের বোতল উদ্ধার করেছে বিজিবি।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
[৩]এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।তিনি জানান,রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম১২হতে আনুমানিক ১০০মিটার উত্তর পশ্চিমে লবণ মাঠ এলাকা দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান পাচার হবে।এমন তথ্যে হ্নীলা বিওপি একটি বিশেষ টহলদল কয়েকটি উপদলে বিভক্ত হয়ে লবণ মাঠ ও বেড়িবাঁধের আড় নিয়ে কৌশলে অবস্থান নেয়।কিছুক্ষণ পর দুইজন দুষ্কৃতকারী ব্যক্তিকে নাফনদী পার হয়ে লবণ মাঠের মাঝ দিয়ে চারটি বস্তা কাঁধে করে আসতে দেখে বিজিবি জওয়ানেরা তাদের চ্যালেঞ্জ করে।দুষ্কৃতকারী ব্যক্তিরা দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই বহনকৃত বস্তাগুলো ফেলে দিয়ে অন্ধকারে সুযোগ নিয়ে চৌধুরী পাড়া গ্রামের ভিতরে পালিয়ে যায়।পরে টহলদল উল্লেখিত স্থানে তল্লাশী অভিযান পরিচালনা করে ফেলে যাওয়া বস্তাগুলো উদ্ধার করে।উদ্ধারকৃত বস্তার ভিতর থেকে৭কোটি৫০লাখ টাকার মূল্যের২লাখ৫০হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মদের বোতল পাওয়া যায়।ঔই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
[৪]তিনি আরো জানান,উদ্ধারকৃত মালিক বিহীন ইয়াবাগুলো পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে ষ্টোরে জমা রাখা হয়েছে।