শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৪:০২ সকাল
আপডেট : ০১ মে, ২০২১, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মো. সামসুল ইসলাম: মিডিয়াওয়াচ : ‘মিডিয়া সেক্টরে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে’

মো. সামসুল ইসলাম: স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাংবাদিকতা, যোগাযোগ ও মিডিয়া বিভাগে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতার জন্য আমরা দেশের শীর্ষ পেশাজীবীদের সঙ্গে কথা বলছি, বিভিন্ন ওয়েবিনার করছি। সবাই মোটামুটি একই কথা বলছেন। বাংলা ও ইংরেজিতে অসামান্য লেখার ক্ষমতা, মাল্টিডিসিপ্লিনারি নলেজ, ডিজিটাল স্টোরি টেলিংয়ে অসাধারণ দক্ষতা ইত্যাদি। শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ারের কথা চিন্তা করে আমরা মিডিয়ার শিক্ষকরা তাদের এসব বিষয়ে স্কিল ডেভলপমেন্টের ওপর জোর দিচ্ছি।

অনেকেই জানাচ্ছেন, মিডিয়া সেক্টরে এক শূন্যতা সৃষ্টি হয়েছে। বিশেষত মাঝখানে অনেকেই এ পেশা ছেড়ে দেওয়ার কারণে।  বিনিয়োগ বাড়ছে, হন্য হয়ে বেশ কয়েকটা হাউজ মেধাবীদের খুঁজছে। মিডিয়া ছাড়াও প্রতিটি অর্গানাইজেশনেই দরকার হচ্ছে পেশাদার যোগাযোগ কর্মকর্তা।  আমরা শিক্ষার্থীদের জানাচ্ছি কী কী দক্ষতা থাকলে তারা এ সুযোগগুলো নিতে পারবে। সেভাবে প্রস্তুতি নিতে বলছি।

এটা অস্বীকার উপায় নেই যে মূলধারার মিডিয়ার বিশ্বাসযোগ্যতা ও নৈতিকতা নিয়ে এখন জনমনে ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছে। এটি বিশদ একটি ব্যাপার, যা নিয়ে আমরা অন্যত্র আলোচনা করছি। তবে এটি সাময়িক হতে বাধ্য। জনসমর্থন ছাড়া কোনো মিডিয়া বা সাংবাদিক বা লেখক খুব বেশিদিন টিকতে পারে না। সৃজনশীল পেশায় গায়ের জোরের কোনো মূল্য নেই। অপেক্ষাকৃত বয়স্কদের এই বিস্বাসযোগ্যতার অভাবের কারণে তরুণদের নেতৃত্বে আসার সুযোগ সৃষ্টি হয়েছে। আমি তরুণদের এভাবেই বোঝাই। তরুণরা তাদের সততা আর সৃজনশীলতা দিয়ে মিডিয়ার ব্যাপারে জন আস্থা ফিরিয়ে নিয়ে আসবে তা আমরা বিশ্বাস করতে চাই।

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের জার্নালিজম, কমিউনিকেশন ও মিডিয়া স্টাডিজ বিভাগে সামার সেমিস্টারে ভর্তি শুরু হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে স্বপ্ন দেখতে ইচ্ছুক সৃজনশীল ও পরিশ্রমী  শিক্ষার্থীদের আমরা খুঁজছি। আমার বন্ধু তালিকায় দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিক বন্ধুরা আছেন। তারা আমাদের সহায়তা করতে পারেন। শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের ছাড়। শিক্ষার জন্য রয়েছে মিডিয়া ল্যাবসহ বিভিন্ন সুযোগ সুবিধা। বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আমার সাথেও যোগাযোগ করতে পারেন বা কথা বলতে পারেন। কোনো প্রশ্ন থাকলে দ্রুত ইনবক্স করুন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়