ব্রাত্য রাইসু: বিএনপিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপাতত আওয়ামী লীগেরই। রাজনীতির দিক থেকে বিএনপিই আওয়ামী লীগের সকল প্রকার রক্ষা। শুনতে পাগলের প্রলাপ মনে হলেও এটাই বাস্তবতা। বিএনপি না থাকলে দলীয় আওয়ামী লীগের অস্তিত্ব আর একসময় থাকবে না। মনে রাখবেন, দেশ যখন রাজনীতিশূন্য হয়, ক্ষমতাসীন দলেরও তখন সফল পরিসমাপ্তি ঘটে। আমাদের দেশ এখন তেমন অবস্থার আশঙ্কার মধ্যে আছে। বাংলাদেশে এখন ধীরে তৈরি হইতে থাকা এমন এক স্বৈরাচারী সরকার ব্যবস্থা যা কোনো আইন বা কারো কোনো অধিকারের কোনোই তোয়াক্কা করে না।
ছদ্মবেশী এই সরকার এখন আওয়ামী লীগের আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অধিষ্ঠিত থাকলেও সব সময় এইরকম থাকবে না। ইন্ডিয়ান ব্যুরোক্রেসি আর বৃহৎ কর্পোরেশনের ছায়ার মধ্যে রূপান্তরিত হবে এই সরকার। আমার ধারণা আওয়ামী লীগের ও তার নেতানেত্রীদের চোখের সামনেই এই ঘটনা ঘটবে। সরকার যখন এমন সর্বেসর্বা হইয়া ওঠবে তখন আওয়ামী লীগও আর আওয়ামী লীগ রইবে না। স্রেফ কাগজপত্রে অন্তর্হিত হবে দল। সমর্থকরা পড়ে রইবেন শক্তিহীন। আওয়ামী লীগারকেও তখন নখদন্তহীন জনসাধারণে পরিণত হইতে হবে। সেই অবেলায় তখন কী আর বিএনপি কী আর আওয়ামী লীগ! ফেসবুক থেকে