শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০২:২৩ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলে জৈব সুরক্ষা বলয় দুর্বল, রাজনীতি চলে বেশি, দেশে ফিরে অ্যাডাম জাম্পা

স্পোর্টস ডেস্ক : [২] করোনা আক্রান্ত ও মৃত্যুর হার বাড়তে শুরু করলে ভারত ছাড়েন বেশ কয়েকজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। তার মধ্যে অন্যতম অ্যাডাম জাম্পা। দেশে ফিরতেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আয়োজকদের কঠোর সমালোচনা করলেন এই লেগ স্পিনার।

[৩] চলমান আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সতীর্থ কেন রিচার্ডসনের সঙ্গে অস্ট্রেলিয়া ফিরেছেন জাম্পা। এরপর ভারতের জৈব সুরক্ষা বলয়কে দুর্বল বললেন তিনি। অ্যাডাম জাম্পা বলেন, আইপিএলের জৈব সুরক্ষা বলয় সবচেয়ে বেশি অসুরক্ষিত। এই পর্যন্ত যতগুলো জৈব সুরক্ষা বলয়ে থেকেছেন তার মধ্যে আইপিএলেরটি সবচেয়ে দুর্বল। ২০২০ আইপিএল বসেছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। ভারতের সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশটির জৈব সুরক্ষা বলয়ের তুলনা করেছেন তিনি।

[৪] দুবাইয়ে গেল আইপিএলের সময় আমরা যে জৈব সুরক্ষা বলয়ে ছিলাম সেখানে সব কিছু স্বাভাবিক ছিল। সেটাই ছিল সবচেয়ে বেশি নিরাপদ। ভেবেছিলাম তার চেয়েও এবারের আইপিএলে আরও ভালো ব্যবস্থা থাকবে। কিন্তু দেখলাম এখানে রাজনীতিই বেশি চলছে।

[৫] নতুন মৌসুমে দেড় কোটি রুপিতে জাম্পাকে নিজেদের করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স। টুর্নামেন্ট শুরু কয়েকদিন আগে বিয়ে হয় এই অজি তারকার। তাই বিরাট কোহলিদের সঙ্গে একটু দেরিতেই যোগ দেন। একটিও ম্যাচ খেলার সুযোগ হয়নি তার।

[৬] অনুশীলনে নেমেও দেখলাম অনুপ্রেরণার অভাব হচ্ছিল। জৈব সুরক্ষা বলয়ের ক্লান্তি, দেশে ফিরতে পারা নিয়ে অনিশ্চয়তা, বিমান বন্ধসহ নানা বিষয়ই এর কারণ। তাই ঠিক করলাম দেশে ফেরার এটাই সেরা সময়। আইপিএল না খেলায় বড় রকমের আর্থিক ক্ষতিতে পড়তে চলেছেন। সেটিকে তোয়াক্কা করছেন না জাম্পা। - ক্রিকইনফো/ ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়