কায়সার হামিদ: উখিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪৫০০ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
রোববার রাত ২ টার দিকে উখিয়া থানা পুলিশের একটি চৌকষ টিম বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার তুতুবিল এলাকা থেকে মৃত বশির আহাম্মদের ছেলে মোঃ কামাল উদ্দিন (৩০), কে ২০০ (দুইশত) পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪৫০০/- (চার হাজার পাঁচশত) টাকা উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে উখিয়া থানার (ভারপ্রাপ্ত) ওসি আহম্মদ সনজুর মোরশেদ জানিয়েছেন। সম্পাদনা: সাদেক আলী