শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৩:১৭ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৩:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোনা মহামারিতেও থেমে নেই যশোরের সবজি চাষীরা

র‌হিদুল খান : [২] মৃত্যুভয় উপেক্ষা করে খেতের উৎপাদিত সবজি নিয়ে তারা হাটে আসছেন। তাদের এ উদ্যোগী কর্মকাণ্ডে যশোরাঞ্চলে সবজির সঙ্কট হয়নি। মানুষ স্বাভাবিক দামেই বাজার থেকে কিনতে পারছেন বিভিন্ন প্রকার সবজি।

[৩] দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ সবজির মোকাম যশোরের ‌চৌগাছা ও সদর উপ‌জেলার বারীনগর হাট। যশোর-ঝিনাইদহ সড়কের কোল ঘেঁষে সাতমাইল বাজারে বা‌রিনগর হাটের অবস্থান। ‌

[৪] চৌগাছার সব‌জি হাট সপ্তা‌হের তিন‌দিন অর্থাৎ শুক্র সোম ও বুধবার ব‌সে আর বা‌রিনগর হাট সপ্তাহের বৃহস্পতি ও রোববার ব‌সে দু‌টি হাটেই হাজারো কৃষক ও পাইকারদের সমাগম ঘটে। ভোরের আলো ফোটার সাথে সাথে তাদের হাক-ডাকে মুখরিত হয়ে ওঠে গোটা হাট।

[৫] করোনা পরিস্থিতির আগে বারীনগর হাট থেকে প্রতিদিন ৪০/৫০ ট্রাক সবজি ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হতো। এসব জেলা থেকে প্রতি হাটেই পাইকাররা আসতেন। কিন্তু বর্তমানে লকডাউন থাকায় সেইসব পাইকাররা হাটে আসতে পারছেন না।

[৬] তারপরও যশোর, ঝিনাইদহ, মাগুরাসহ আশেপাশের জেলা থেকে পাইকার এসে সবজি কিনে ট্রাক ভরে ঢাকা ও বরিশালে পাঠাচ্ছেন। এক্ষেত্রে স্থানীয় পাইকাররা সমস্যার সম্মুখিন হচ্ছেন। তারা পাওনা টাকা ঠিকমত পাচ্ছেন না। দিনকে দিন তাদের বকেয়ার পরিমাণ বাড়ছে।

[৭] এদিকে, করোনা দুর্যোগেও বারীনগর হাট বেশ জমজমাট হলেও অধিকাংশ ক্ষেত্রে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। বেশিরভাগ মানুষই মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মানছেন না। যদিও এ নিয়ে হাট কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন তৎপর রয়েছে।

[৮] সাজিয়ালি পুলিশ ফাঁড়ির সদস্যরা হাটে মাস্ক বিহীন মানুষকে প্রবেশে বাধা দিচ্ছেন। এছাড়া, ইজারাদাররা হাটে আগত মানুষকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করছেন।

[৯] কাঁচাবাজার লকডাউ‌নের আওতামুক্ত থাক‌লেও চল‌তি সপ্তা‌হে চৌগাছার সব‌জি হা‌টে লোকসমাগম তুলনামুলক কম ছিল। তারপরও প্রায় অর্ধশতা‌ধিক ট্রাক সব‌জি লোড হয় এ হাট থে‌কে।

[১০] হা‌টে স্বাস্থ্যবিধি মে‌নে চলার জনন্য উপ‌জেলা প্রশাসন ও পু‌লিশ কর্মকর্তা‌দের ভু‌মিকা ছিল চো‌খে পড়ার মত। । উপ‌জেলা নির্বা‌হি কর্মকর্তা প্রকৌশলী এনামুল হক ব‌লেন, কৃ‌ষিপণ্য বিভাগ আমা‌দের দে‌শের এক‌টি গুরুত্বপূর্ন বিভাগ আমরা চাইনা কৃষ‌কেরা তা‌দের পণ্য বি‌ক্রি কর‌তে এ‌সে কোনো প্রকার হয়রা‌নির শিকার হোক । তারপরও মানুষ‌কে স্বাস্থ্যবি‌ধি মে‌নে চলার জন্য আমরা খুবই তৎপর র‌য়ে‌ছি। কোনো কোনো ক্ষে‌ত্রে আমারা অল্পপ‌রিমান জ‌রিমানাও আদায় কর‌ছি।

[১১] তারপরও করোনায় থেমে নেই মানুষের জীবন জীবিকা। কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য নিয়ে শত প্রতিকুলতার মাঝেও প্রয়োজনের তাগিদে হাটে আসছেন। তাদের একটাই লক্ষ্য, পরিবার নিয়ে বেঁচে থাকতে হবে। এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানতে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও জনপ্রতিনিধিদের নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অবশ্য হাটে কোন স্বাস্থ্যকর্মী বা কোন এনজিও সংস্থার কর্মীদের দেখা মেলেনি। ছিল না করোনা প্রতিরোধে তাদের কোন কর্মকান্ড।

[১২] হাটে পটল বিক্রি করতে আসা নিশ্চিন্তপুর গ্রামের কৃষক আক্কাস আলী বলেন, তিনি বৃহস্পতিবারের হাটে ৪ মন পটল এনেছেন। প্রতি কেজি ২৮ টাকা দরে বিক্রি করতে পেরেছেন। ভালো দাম পেয়ে তিনি খুশি। তিনি বলেন, স্বাস্থ্যবিধি নিয়ে তার তেমন কোন চিন্তা নেই। ভয়াবহ এ পরিস্থিতিতে পরিবার নিয়ে তার বেঁচে থাকাই দায় হয়ে পড়েছে।

[১৩] হাটে এক ভ্যান মুলো নিয়ে আসা শাহাবাজপুর গ্রামের ভ্যানচালক গহর আলী বলেন, করোনা পরিস্থিতিতে তার আয় তিন ভাগ কমে গেছে। আগে যে পরিমাণ সবজি নিয়ে তিনি হাটে আসতেন, এখন তার তিন ভাগের এক ভাগও ওঠে না। এ কারণে তার আয়ও কম হচ্ছে। এছাড়া, বারীনগর হাট বাজারে মানুষের উপস্থিতি ও চলাচলও আগের তুলনায় কমে গেছে।

[১৪] এ ব্যাপারে সাজিয়ালি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুকুমার কুন্ডু বলেন, তারা হাটে আসা হাজারো কৃষক ও পাইকারদের স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক ব্যবহারে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। সকাল থেকে শুরু করে হাট চলা অবধি ফাঁড়ির সদস্যরা এ কাজ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন।

[১৫] তিনি বলেন, শুধুমাত্র বারীনগর হাট নয়, তারা চুড়ামনকাটি হাট বাজারও নিয়ন্ত্রণ করছেন। পরিবার নিয়ে বেচেঁ থাকার এ কাজে তিনি সবাইকে সহযোগিতা করার আহবান জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়