শিরোনাম
◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা ◈ গভর্নরের মর্যাদা মন্ত্রীর সমান করার উদ্যোগ: বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিতের প্রস্তাব ◈ বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করল বিসিবি 

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০১:১৩ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুরিয়ার সার্ভিসে ইয়াবা পার্সেল , গ্রেপ্তার জড়িত ২ জন

রাজু চৌধুরী: এসএ পরিবহনের পার্সেল কাউন্টারের সামনে থেকে ২৮৯ পিস ইয়াবা সহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ এপ্রিল) কোতোয়ালী থানা পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীররাতে এসআই মোঃ মোমিনুল হাসান প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন কাজীর দেউরি এস.এ.পরিবহন প্রাঃ লিঃ কুড়িয়ার সার্ভিস পার্সেল বুকিং কাউন্টারের সামনে হতে আসামী মহিউদ্দিন জুয়েল(৩৪) কে সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় আটক করেন।

এই ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদের স্বীকার করে যে, তার বহনকৃত মোটরসাইকেলটিতে করে সে পটিয়া থেকে ইয়াবা ট্যাবলেট অভিনব কায়দায় এস এ পরিবহনে পার্সেল আকারে পাঠানোর জন্য বহন করে এনেছে। উক্ত ইয়াবা ট্যাবলেট সম্বলিত পার্সেল এর প্যাকেট এর গাঁয়ে উল্লেখিত প্রেরক এর ঠিকানা আব্দুল আজিজ, রাহাত্তারপুল, বাকলিয়া, চট্টগ্রাম। উক্ত ঠিকানাটি আসামী মহিউদ্দিন জুয়েল(৩৪) এর নিজের। সে নিজেকে আড়াল করার জন্য ভূল ঠিকানা প্রদান করে এবং পলাতক আসামী রনি(৩৫)কে আড়াল করার জন্য আসামী রনি(৩৫) এর কথামত আসামী মহিউদ্দিন জুয়েল(৩৪) প্রাপকের ঠিকানায় পলাতক আসামী রনি(৩৫) এর নাম না লিখে উম্মে হাবিবা, নেত্রকোণা সদর, নেত্রকোণা, উল্লেখ করে।

আসামী মহিউদ্দিন জুয়েল(৩৪) ইতিপূর্বেও পলাতক আসামী রনি(৩৫) এর নিকট ইয়াবা ট্যাবলেট পাঠাইয়াছে বলে স্বীকার করে।
এসআই মোমিনুল হাসান জানান ০১(এক)টি ডান কেকের প্যাকেটের মধ্যে একটি সাদা, কালো, হলুদ, নীল রংয়ের পাওয়ার ব্যাংক এর ভিতরে অভিনব কায়দায় রাখা কালো কস্টেপ দ্বারা প্যাঁচানো সাদা স্বচ্ছ প্যাকেটের ভিতরে ২৮৯(দুইশত উননব্বই) পিস ইয়াবা ট্যাবলেট এবং উক্ত অবৈধ ইয়াবা ট্যবলেট বহনের কাজে ব্যবহৃত একটি নীল রংয়ের মোটরসাইকেল ও একটি কালো রংয়ের ভাঙ্গা নকিয়া মোবাইল সেট জব্দ করা হয়। এ

স আই মোমিনুল হাসান আরও জানান, আসামী মহিউদ্দিন জুয়েল(৩৪)’কে জিজ্ঞাসাবাদে সে উক্ত ইয়াবা ট্যাবলেটগুলো আটককৃত অপর আসামী মোঃ হারুন (৪৯) এর নিকট হতে ক্রয় করে এনেছে। তার দেওয়া তথ্য মোতাবেক শনিবার সময় কর্ণফুলী থানাধীন দক্ষিণ শিকলবাহা অভিযান পরিচালনা করে মেুাঃ হারুন (৪৯) কে তার নিজ বাড়ীর সামনে হতে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যমতে আরেক পলাতক আসামী নাম রনি (৩৫) । এসআই মোঃ মোমিনুল হাসান বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে মাদকদ্রব্য আইনে ০১টি মামলা রুজু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়