শিরোনাম
◈ ফেসবুক লাইভে এসে পুলিশের বাইকের কাগজ দেখতে চাওয়া সেই সাগর হালদারকে গ্রেফতার করেছে সিটিটিসি (ভিডিও) ◈ ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধের জন্যই আইনসভার উচ্চকক্ষ: অধ্যাপক আলী রীয়াজ ◈ ইরানের রাজধানী তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল ◈ নির্বাচনে চাপমুক্ত দায়িত্ব পালনের নিশ্চয়তা চায় পুলিশ: ভোটের নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা ◈ বিদ্রোহী প্রার্থীর চাপে বিএনপি, সামাল দিতে না পারলে হিতে বিপরীত হতে পারে  ◈ আমার সব সম্পত্তি হাতিয়ে নিয়েছে, ডিভোর্সের পর প্রাক্তন স্বামীকে নিয়ে বিস্ফোরক বক্সার মেরি কম ◈ বাংলাদেশি আম্পায়ার ভারতে আসতে পারলে বাংলাদেশ দল কেন বিশ্বকাপ খেলতে পারবে না: ভারতীয় গণমাধ্যমগুলোর দা‌বি ◈ ফুটবলে দর্শককে লাল কার্ড দেখি‌য়ে নজীরবিহীন ঘটনার জম্ম দি‌লেন রেফা‌রি ◈ মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের ◈ নিউইয়র্ক সিটিতে বিক্ষোভ: পাশে দাঁড়ালেন মামদানি

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৯:৫৩ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৯:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক সিয়ামের অপহরণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি ইমক্যাবের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে কর্মরত ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সংগঠন ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (ইমক্যাব) এর সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ এক বিবৃতিতে সংগঠনের সদস্য ডেইলি ইম্ফল টাইমসের বাংলাদেশ প্রতিনিধি সিয়াম সারোয়ার জামিলকে ছিনতাইকারীরা অপহরণ করে মোবাইল ও টাকাপয়সা লুট এবং তাকে মারাত্মকভাবে আহত করে সাভারের নবীনগরে ফেলে রাখার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে ইমক্যাব নেতৃবৃন্দ সিয়ামকে অপহরণকারী ছিনতাইকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তি দাবি করেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানী বনানীর বিটিসিএল কলোনীর বাসা থেকে বের হয়ে পশ্চিম নাখাল পাড়া বড়বোনের বাসায় যান সিয়াম। সেখান থেকে সকাল ১০ টার দিকে বের হন। তারপর আর বাসায় ফেরেননি তিনি। এরপর তার খোঁজ চেয়ে শুক্রবার দুপুরে তেজগাঁও থানায় তার স্ত্রী শারমীন সুলতানা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর ঐদিন বিকেলে সিয়ামকে নবীনগরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পাওয়া যায়। এ সময় তার হাত বাঁধা ছিল এবং তিনি অনেক দুর্বল ছিলেন। উদ্ধারের সময় তার শরীরে হাতে-মুখে ব্লেডের প্রচুর আঘাত ছিল। তার মোবাইল, ঘড়ি, নগদ টাকাসহ মানিব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়