শিরোনাম
◈ বাসা বরাদ্দে ঘুষ, ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বরখাস্ত করল সরকার ◈ জুলাইয়ে আমদানি ৬.২ বিলিয়ন ডলার, তিন বছরের সর্বোচ্চ ◈ শনিবার সকাল ৯টার মধ্যে বজ্রবৃষ্টি ঝরতে পারে যেসব অঞ্চলে ◈ আরব-মুসলিমপ্রধান দেশগুলোর ইসরায়েলের বিরুদ্ধে আকাশপথ অবরোধে ভয়াবহ অর্থনৈতিক মন্দার আশঙ্কা ◈ অনলাইন জুয়ার শাস্তি বিষয়ে যা জানালো তথ্য মন্ত্রণালয় ◈ বাংলাদেশে নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার ◈ এক বছরে প্রত্যাশিত অগ্রগতি হয়নি: নাহিদ ইসলাম ◈ কুমিল্লার হোমনায় মাজারে অগ্নিসংযোগ: অজ্ঞাত ২২শ জনের বিরুদ্ধে মামলা, এলাকায় থমথমে পরিস্থিতি ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’!

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৭:৫০ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই নারীকে লাঞ্ছিত করে চাকরি হারালেন ওয়েলসের কোচ গিগস

স্পোর্টস ডেস্ক : [২] অপ্রীতিকর দুটি ঘটনার জেরে ইউরো-২০২০-২১ এ ওয়েলসের কোচ হিসেবে কাজ করা হচ্ছে না রায়ান গিগসের। দুই জন নারীকে লাঞ্ছিত করার দায়ে অভিযুক্ত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা ফুটবলার।

[৩] গিগসের বিরুদ্ধে অভিযোগ, গত নভেম্বরে স্যালফোর্ডে একজন নারীকে শারীরিকভাবে আঘাত করেন, যার বয়স ৩০ এর কোটায়। আর ২০ এর কোটার বয়সী আরেক জন নারীকে আক্রমণ করেছিলেন তিনি।

[৪] ম্যানচেস্টারের পুলিশ জানায়, গত ১ নভেম্বরে ভুক্তভুগীদের অভিযোগের প্রেক্ষিতে ওরসলির একটি জায়গায গিয়ে ৩০ বছরের কোটার একজন নারীকে ছোটখাট আঘাতের জন্য চিকিৎসা নিতে দেখেন তারা। ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে, সহকারী কোচ রবার্ট পেজ ইউরো চ্যাম্পিয়নশিপ উপলক্ষে দলের হাল ধরবেন।

[৫] ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে জবরদস্তিমূলক আচরণের জন্যও অভিযুক্ত হয়েছেন ম্যানচেস্টার কিংবদন্তি গিগস। আগামী ২৮ এপ্রিল শুনানির জন্য ম্যানচেস্টার ও স্যালফোর্ডের ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে হবে তাকে।
শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন গিগস। অভিযুক্ত হওয়ার পরও বিবৃতি দিয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। আইনের প্রতি আমার পূর্ণ সম্মান আছে এবং অভিযোগগুলোর গুরুত্বও বুঝতে পারছি আমি। আদালতে আমি নিজেকে নির্দোষ দাবি করব।

[৬] ১৯৯১ থেকে ২০০৭ সাল পর্যন্ত ওয়েলসের হয়ে ৬৪ ম্যাচ খেলা গিগস ২০১৮ সালের জানুয়ারিতে জাতীয় দলের দায়িত্ব নেন। তার হাত ধরেই ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পেরোয় দলটি। তবে প্রতিযোগিতাটির মূল পর্বে কোচ হিসেবে থাকবেন সহকারী কোচ পেজ। তাকে শুভকামনা জানিয়েছেন গিগস। - বিডিনিউজ/ দ্য সান

  • সর্বশেষ
  • জনপ্রিয়