শিরোনাম
◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান ◈ নরসিংদী কেন ভূমিকম্পের কেন্দ্র? ◈ ১০০ বছর বড় কম্পন নেই—আজকের ভূমিকম্প বড় বিপদের ইঙ্গিত, বলছেন বিশেষজ্ঞরা ◈ বাংলাদেশ ম্যাচের আগে জার্মানিকে উড়িয়ে দিলো থাইল্যান্ড  ◈ আয়ারল‌্যান্ডের বিরু‌দ্ধে বিশাল লিড নেওয়ার পথে বাংলাদেশ  ◈ ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েন স্থগিত করলেন বিচারক ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ ◈ বেনাপোল সীমান্তে বিপুল পরিমানে বৈদেশিক মুদ্রাসহ ভারত ফেরত যাত্রী আটক

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০২:৩৪ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাতের আধাঁরে কৃষকের জমির ধান কেটে নিল দূর্বৃত্তরা

প্রমথ রঞ্জন সরকার: [২] গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক গরীব কৃষকের জমির আধাঁপাকা ধান রাতের আঁধারে কেটে নেয়ার অভিযোগ উঠেছে।

[৩] উপজেলার ভূতেরবাড়ী গ্রামের মোঃ লালমিয়া মীরের ১ একর জায়গা থেকে আধাঁপাকা ধান কেটে নিয়েছে প্রতিপক্ষ।

[৪] এই বিষয়ে লাল মিয়া মীর বাদী হয়ে ৬ জনকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

[৫] অভিযোগ সূত্রে জানা যায়, কোটালীপাড়া উপজেলার ভূতেরবাড়ী গ্রামের কৃষক লাল মিয়া চলতি বছরের ২৪ নং রমাশীল-ভুতেরবাড়ী মৌজার, খতিয়ান নং ৩৩৫, জমির দাগ নং ৪৫১ এক একর জমিতে বোরোধান রোপন করেন। কিন্তু গত সোমবার (১৮ এপ্রিল) সকালে জমিতে গিয়ে দেখতে পায় তার নিজের জমির সব ধান কেটে নিয়ে গেছে। পরবর্তীতে জানতে পারে বুধবার রাতে ভূতেরবাড়ী গ্রামের ১. আব্দুল খালেক মীর, ২. আব্দুল জলিল মীর,৩.আব্দুল জব্বার মীর উভয় পিং-মৃত আব্দুর গফুর মীর, ৪.আলমগীর মীর, পিং- আবুতালেব মীর,৫.মালেক মীর,পিং -মৃত আলেফ মীর৬.মিলন মীর,পিং-মনসুর মীর সহ অজ্ঞাতনামা কয়েকজন শ্রমিক ধান কেটে বাড়িতে নিয়ে যায়। এরপরে লালমিয়া মীর আসামীদের বাড়িতে গিয়ে ধানকাটার বিষয়ে জানতে চাইলে আসামীরা উত্তেজিত হয়ে তাকে প্রাণনাশের হুমকি দেয়ার কথাও অভিযোগপত্রে উল্লেখ করেন।

[৬] অভিযোগের বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মাজেদ বলেন, আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি, আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়