শিরোনাম
◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০২:৩৪ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাতের আধাঁরে কৃষকের জমির ধান কেটে নিল দূর্বৃত্তরা

প্রমথ রঞ্জন সরকার: [২] গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক গরীব কৃষকের জমির আধাঁপাকা ধান রাতের আঁধারে কেটে নেয়ার অভিযোগ উঠেছে।

[৩] উপজেলার ভূতেরবাড়ী গ্রামের মোঃ লালমিয়া মীরের ১ একর জায়গা থেকে আধাঁপাকা ধান কেটে নিয়েছে প্রতিপক্ষ।

[৪] এই বিষয়ে লাল মিয়া মীর বাদী হয়ে ৬ জনকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

[৫] অভিযোগ সূত্রে জানা যায়, কোটালীপাড়া উপজেলার ভূতেরবাড়ী গ্রামের কৃষক লাল মিয়া চলতি বছরের ২৪ নং রমাশীল-ভুতেরবাড়ী মৌজার, খতিয়ান নং ৩৩৫, জমির দাগ নং ৪৫১ এক একর জমিতে বোরোধান রোপন করেন। কিন্তু গত সোমবার (১৮ এপ্রিল) সকালে জমিতে গিয়ে দেখতে পায় তার নিজের জমির সব ধান কেটে নিয়ে গেছে। পরবর্তীতে জানতে পারে বুধবার রাতে ভূতেরবাড়ী গ্রামের ১. আব্দুল খালেক মীর, ২. আব্দুল জলিল মীর,৩.আব্দুল জব্বার মীর উভয় পিং-মৃত আব্দুর গফুর মীর, ৪.আলমগীর মীর, পিং- আবুতালেব মীর,৫.মালেক মীর,পিং -মৃত আলেফ মীর৬.মিলন মীর,পিং-মনসুর মীর সহ অজ্ঞাতনামা কয়েকজন শ্রমিক ধান কেটে বাড়িতে নিয়ে যায়। এরপরে লালমিয়া মীর আসামীদের বাড়িতে গিয়ে ধানকাটার বিষয়ে জানতে চাইলে আসামীরা উত্তেজিত হয়ে তাকে প্রাণনাশের হুমকি দেয়ার কথাও অভিযোগপত্রে উল্লেখ করেন।

[৬] অভিযোগের বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মাজেদ বলেন, আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি, আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়