শিরোনাম
◈ দেশে এলো তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি! ◈ এবার নিজের নামে ভুয়া মাহফিলের প্রচারণায় ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারী ◈ গুম মামলার শুনানিতে তাজুল–পান্না বাগবিতণ্ডা, ট্রাইব্যুনালের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ ◈ ইন্ডিগোর কর্মী সংকটে তিন দিনে ৩০০টির বেশি ফ্লাইট বাতিল, দুর্ভোগে হাজারো যাত্রী ◈ প্রতিযোগীদের আগ্রাসী বাজার দখল, বাংলাদেশের রফতানিতে চাপ বাড়ছে ◈ সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির সাফ বার্তা: সময়মতো নির্বাচন চাই ◈ ভোক্তা অধিদপ্তরে কী কী ক্ষেত্রে অভিযোগ করতে পারবেন, কীভাবে করবেন ◈ বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস ◈ হঠাৎ গাড়ি থামিয়ে ‘গুলি কর’ বলতে থাকে তিন ব্যক্তি: রাজস্ব কর্মকর্তার ভাষ্য ◈ ডিএমপি’র ৫০ থানার ওসি পদে রদবদল

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০২:৩৪ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাতের আধাঁরে কৃষকের জমির ধান কেটে নিল দূর্বৃত্তরা

প্রমথ রঞ্জন সরকার: [২] গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক গরীব কৃষকের জমির আধাঁপাকা ধান রাতের আঁধারে কেটে নেয়ার অভিযোগ উঠেছে।

[৩] উপজেলার ভূতেরবাড়ী গ্রামের মোঃ লালমিয়া মীরের ১ একর জায়গা থেকে আধাঁপাকা ধান কেটে নিয়েছে প্রতিপক্ষ।

[৪] এই বিষয়ে লাল মিয়া মীর বাদী হয়ে ৬ জনকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

[৫] অভিযোগ সূত্রে জানা যায়, কোটালীপাড়া উপজেলার ভূতেরবাড়ী গ্রামের কৃষক লাল মিয়া চলতি বছরের ২৪ নং রমাশীল-ভুতেরবাড়ী মৌজার, খতিয়ান নং ৩৩৫, জমির দাগ নং ৪৫১ এক একর জমিতে বোরোধান রোপন করেন। কিন্তু গত সোমবার (১৮ এপ্রিল) সকালে জমিতে গিয়ে দেখতে পায় তার নিজের জমির সব ধান কেটে নিয়ে গেছে। পরবর্তীতে জানতে পারে বুধবার রাতে ভূতেরবাড়ী গ্রামের ১. আব্দুল খালেক মীর, ২. আব্দুল জলিল মীর,৩.আব্দুল জব্বার মীর উভয় পিং-মৃত আব্দুর গফুর মীর, ৪.আলমগীর মীর, পিং- আবুতালেব মীর,৫.মালেক মীর,পিং -মৃত আলেফ মীর৬.মিলন মীর,পিং-মনসুর মীর সহ অজ্ঞাতনামা কয়েকজন শ্রমিক ধান কেটে বাড়িতে নিয়ে যায়। এরপরে লালমিয়া মীর আসামীদের বাড়িতে গিয়ে ধানকাটার বিষয়ে জানতে চাইলে আসামীরা উত্তেজিত হয়ে তাকে প্রাণনাশের হুমকি দেয়ার কথাও অভিযোগপত্রে উল্লেখ করেন।

[৬] অভিযোগের বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মাজেদ বলেন, আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি, আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়