রাজু চৌধুরী : [২] করোনা ভাইরাস মোকাবেলায় ‘হ্যালো ছাত্রলীগ’ নামের একটি টেলিমেডিসিন সেবা কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রলীগ। এতে ফোন করলেই বিনামূল্যে পাওয়া যাবে চিকিৎসা সেবা। প্রতি মুহূর্তে ১৬ জন চিকিৎসক করোনা, করোনার উপসর্গসহ অন্যান্য সাধারণ রোগের চিকিৎসা সেবা-পরামর্শ দেবেন। বৃহস্পতিবার (২২ এপ্রিল) থেকে এ কার্যক্রমটি চমেক ছাত্রলীগের তত্ত্বাবধানে শুরু হয়েছে।
[৩] উদ্যোক্তারা জানান, চট্টগ্রামে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অনেকেই। আবার সংক্রমণ এড়াতে সাধারণ রোগ নিয়ে অনেকেই হাসপাতালে যাচ্ছেন না। সব মিলয়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় চিকিৎসা সেবা পেতে যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে, তা কমাতে চালু করা হয়েছে এই টেলিমেডিসিন সেবা।
[৪] চমেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ‘হ্যালো ছাত্রলীগ’র সমন্বয়ক আল-আমিন ইসলাম শিমুল বলেন, ‘হাসপাতালগুলোতে করোনার ঝুঁকি বাড়ছে। ভয়ে অনেকেই সাধারণ রোগের চিকিৎসা নিতে পারছেন না। আবার অনেক চিকিৎসকের চেম্বারও বন্ধ। এসব কথা মাথায় রেখে আমরা টেলিমেডিসিন সেবাটি আবার চালু করেছি।’
[৫] উদ্যোক্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে টেলিমেডিসিন সেবায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবে মোট ১৯টি ফোন নাম্বার। এদের মধ্যে৷ ১৬টি নাম্বার চিকিৎসকদের, বাকি ৩টি সমন্বয়ের জন্য।
চিকিৎসকদের নাম্বার :
ডা. হাবিবুর রহমান (এমবিবিএস, চমেক)।
০১৬২৭২৭০৮৯৭
ডা.এম.এ আউয়াল রাফি (এমবিবিএস, চমেক)।
০১৫২১৪৮৭৬৩০
ডা. ইমতিয়াজ উদ্দিন মানিক (এমবিবিএস, চমেক)।
০১৮৩৪৬৮৫৩৭৩
স্বীকৃত দাশ (বিডিএস, চমেক)।
০১৭৫৫০০৫৫১৭
ডা. আজমাঈন ইকতিদার (এমবিবিএস, চমেক)।
০১৬৪৩৯৫১৫৩৯
ডা. আফিফ আনজুম রিফাত (এমবিবিএস, চমেক)।
০১৬৭৭১১২৩৬১
ডা. ওসমান গণি (এমবিবিএস, চমেক)।
০১৭৭১২৩২৪৬৭
ডা. তাজওয়ার রহমান খান (এমবিবিএস, চমেক)
০১৮৭২৫২০০২১
ডা. নূর মােহাম্মদ (এমবিবিএস, চমেক)।
০১৫২১৫৩২৮৮৫
ডা. ফারিহা দেওয়ান (এমবিবিএস, চমেক)।
০১৬৮৯৫৭৭৮২৮
ডা. মাসুম বিল্লাহ (এমবিবিএস, চমেক)।
০১৫২১২০৬৫৪৩
ডা. ফয়সাল আহমেদ (এমবিবিএস, চমেক)।
০১৭৭৯২১৫৭৫৯
ডা. অতন্দ্র আকাশ (এমবিবিএস, চমেক)।
০১৫২১৪৮৭৬৩১
ডা. আব্দুস সামি (বিডিএস, চমেক)।
০১৭৮২৭৬৬৩২৫
ডা. মাহমুদ হাসান (এমবিবিএস, চমেক)।
০১৬৮২৩৩৯৭৩৯
ডা. এএলএনএস শাহরিয়ার (এমবিবিএস চমেক)।
০১৩০৩০২৩৮৯৪
সমন্বয়ক :
আল-আমিন ইসলাম শিমুল
০১৭৬৪৭৬৪০৪২
প্রীতম কুমার সাহা
০১৭২২৩৮২১৯০
মিনহাজ আরমান লিখন
০১৫২১৩০২৮৪০