শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৪:২৫ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৪:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুষ্টিয়ায় গড়াই খননের বালির নিচে ডুবলো অর্ধশত বসত বাড়ি

আব্দুম মুনিব:[২] গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের খামখেয়ালীপনায় জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের বহলা গোবিন্দপুর এলাকায় অর্ধ শত বসত বাড়ি বালির নিচে চাপা পড়েছে। শতাধিক পরিবার ঘরবাড়ী ছেড়ে অন্য এলাকায় দুর্বিসহ জীবন কাটাচ্ছে। জানা যায়, সেচ প্রকল্পের খাল খননের জন্য খালের তীরবর্তী সমস্ত জলাশয় ভরাট করার প্রকল্প নেয়া হয়েছিল। বালি দিয়ে জলাশয় ভরাটের শুরুতে প্রকল্পের অধিগ্রহণ করা সম্পত্তির উপর বালি ফেলে। পরবর্তিতে বহলা গোবিন্দপুর গ্রামের প্রায় ৪৬টি বসতবাড়ীর ঘরের চাল পর্যন্ত বালি দিয়ে ভরাট করে ফেলেছে।

[৩] বালিতে বসবাসের অনুপযোগী হয়ে গেছে বসতবাড়ীগুলো। রাতের আঁধারে দ্রুত বালি ফেলায় অনেকেই আতংকিত হয়ে কাঁচা বাড়িঘর ফেলে রেখে অন্যত্র চলে গেলেও বেশিরভাগ মানুষ রয়েছে খোলা আকাশের নিচে। এ ছাড়া বালুর নিচে চাপা পড়েছে প্রায় অর্ধশত টিউবওয়েল। ফলে বিশুদ্ধ খাবার পানির সংকটও সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, বালুতে চাপা পড়েছে কবরস্থান।

[৪] এ বিষয়ে চাপড়া ইউপি চেয়ারম্যান মনির হোসেন রিন্টু বলেন, জিকের খাল খননের সময় পাড় বাঁধার জন্য ড্রেজার দিয়ে জলাশয় ভরাট করার কথা। কিন্ত পানি উন্নয়ন বোর্ড খালের পাশে তাদের অধিগ্রহণ করা সম্পত্তি ছাড়াও জনগনের ক্রয়কৃত সম্পত্তির উপর বসত বাড়ীতে বালু ফেলেছে। খনন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী তাজমীর হোসেন জানান, নদীর তীরবর্তী অধিগ্রহণকৃত জমির উপর জলাশয় ভরাট করার নির্দেশ দেয়া হয়েছিলো। কাউকে উচ্ছেদের উদ্যেশে কাজটি করা হয়নি।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়