শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৯:০৪ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৯:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৩

জিএম মিজান: [২] বগুড়ার শেরপুরে দুটি চোরাই মোটর সাইকেলসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, শেরপুর উপজেলার বিপ্লব ওরফে শিলু (২৬), ধুনট উপজেলার শরিফুল ইসলাম শরীফ (৩৬) ও সিরাজগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর আলম (৩০)। মঙ্গলবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতের মাধমে কারাগারে পাঠানো হয়েছে।

[৩] জানা যায়, শেরপুর থানা পুলিশ গত রবিবার একটি চোরাই মোটর সাইকেলসহ বিপ্লব ওরফে শিলুকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে বাজাজ কোম্পানীর পালসার (১৫০সিসি) একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। বিপ্লব ওরফে শিলুর দেয়া তথ্যমতে সোমবার সিরাজগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়।

[৪] গ্রেফতারকৃত জাহাঙ্গীরের কাছে থেকে আরও একটি চোরাই মোটরসাইকেল বাজাজ কোম্পানীর ডিসকোভার (১২৫ সিসি) উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দুজনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যমতে সোমবার ধুনট উপজেলা থেকে শরীফকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

[৫] শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে এ প্রতিবেদক-কে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়