মাহবুবুর রহমান : [২] নোয়াখালীতে লকডাউন কার্যকর করতে আইন শৃংখলার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অব্যাহত রয়েছে জরিমানা। তবে বিভিন্ন সড়কে বেড়েছে গাড়ীর সংখ্যা। হাট বাজারে রয়েছে মানুষের সমাগম। এদিকে জনগনকে স্বাস্থ্য বিধি মানাতে তৎপর রয়েছে প্রশাসন। কয়েকটি স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট।
[৩] সিএনজি, মোটরসাইকেল ও অটোরিকশায় আসা যাত্রীদের ঘর থেকে বের হওয়ার সঠিক কারণ দেখাতে না পারলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আইন অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে করা হয়েছে জরিমানা।মঙ্গলবার সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
[৪] এ দিকে জেলা প্রশাসক খোরশেদ আলম খান জানিয়েছেন, সরকারের নির্দেশিত লকডাউন ও জনগনকে স্বাস্থ্যবিধি মানতে সোমবার রাত পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ১২টি দল। এসময় সরকারি নির্দেশ অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৯২টি মামলায় ৭০হাজার ১শত টাকা জরিমানা করা হয়েছে।
[৫] জনগনকে সচেতন করতে আমাদের ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে আর লকডাউন আরো কঠোর করতে জেলার গুরুত্বপূর্ণ দুটি শহরে অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসক।সম্পাদনা:অনন্যা আফরিন