ফজলুল হক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক হাজীমার্কেট এলাকায় সোমবার বিকালে এক যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত হলেন, শেরপুর জেলার ঝিনাইগাথি এলাকার হালিমের ছেলে মোশারফ হোসেন (৩৫)। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করতেন।
পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, নিহত মোশারফ সকাল ১০ টার দিকে অফিস থেকে ছুটি নিয়ে বাসায় চলে আসে। পরে বিকাল ৩ টার দিকে তার বড় বোন হালিমা খাতুন মোশারফের বাসায় আসলে পরে দেখেন তার রুমে সবগুলো দরজা খোলা, সে ঘরের ভিতর ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলে আছে। এসময় হালিমা খাতুনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই রনি কুমার সাহা জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আত্মহত্যা।