আবু রুশদ, ফেসবুক থেকে: বৃটেনের রাণী এলিজাবেথ ও তাঁর স্বামী সদ্য মৃত প্রিন্স ফিলিপ ১৯৬১ সালে পূর্ব পাকিস্তান সফরে আসেন। সেবার তাঁকে গভর্ণর হাউসে সম্বর্ধনা দেয়া হয় ও আতশবাজি পোড়ানো হয় রাতের ঢাকায়।
গভর্ণর লে. জেনারেল আজম খান রাণীকে তেজগাও-এর আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান। সফরকালে রাণী পৃথিবীর সর্ববৃহত পাটকল আদমজী জুট মিল দেখতে যান। বুড়িগঙ্গায় নৌ বিহার করেন।চট্টগ্রামে সার্কিট হাউসে এক নাগরিক সম্বর্ধনায় যোগ দেন... পূর্ব পাকিস্তান আসার আগে তিনি পশ্চিম পাকিস্তান সফরে যান... বৃটিশ রাণী এরপর ১৯৮৩ সালে বাংলাদেশ সফর করেন...
British Queen H.E Queen Elizabeth along with her husband Prince Philip visited East Pakistan in 1961...
১। বিমান থেকে নামার সময় রাণী ও প্রিন্স ফিলিপ ২। বিমানবন্দরে রাণীকে অভ্যর্থনা জানাচ্ছেন গভর্ণর আজম খান ৩। সেসময়কার তেজগাও বিমান বন্দরে শিশুরা জড়ো হয়েছে রানীকে অভ্যর্থনা জানাতে ৪।আদমজী জুট মিলে গেলে রাণীকে ফুল দিয়ে বরণ কর হয় ৫। জুট মিলের অভ্যন্তরে রাণী ঘুরে দেখছেন ৬। ঢাকা বিমান বন্দরে অভ্যর্থনার জন্য জড়ো হওয়া শিশুরা- দেখুন তো ওখানে আপনারা কেউ ছিলেন কিনা।