স্পোর্টস ডেস্ক : [২] ২০১৯ সালের নভেম্বরে মরিসিও পচেটিনোকে সরিয়ে জোসে মোরিনহোর হাতে টটেনহ্যামের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। সেই হোসে মোরিনহোকে ছাঁটাই করে ফেললো টটেনহ্যাম হটস্পার। ঘরোয়া লিগ এবং ইউরোপা লিগে ব্যর্থতার কারণেই তাকে ছেঁটে ফেলা হয়েছে বলে মনে করা হচ্ছে।
[৩] ২৫ এপ্রিল ওয়েম্বলিতে ম্যান সিটির বিরুদ্ধে ফাইনালে খেলতে নামবে টটেনহ্যাম। আপাতত টটেনহ্যামের ছোটদের দলের দায়িত্বে থাকা রিয়ান ম্যাসন এবং ক্রিস পাওয়েল দলের দায়িত্ব সামলাবে। নতুন মওশুমে কোচ ঠিক করা হবে। -হিন্দুস্তানটাইমস