শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৯:০৫ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোহলিদের বিরুদ্ধে আজ লড়াইয়ে নামছে সাকিবের কলকাতা

স্পোর্টস ডেস্ক : [২] প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দশ রানে জয়। দ্বিতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স দলের বিরুদ্ধে অভাবনীয় ভঙ্গিতে হার। চতুর্দশ আইপিএলের শুরুটা ধারাবাহিকতার অভাব লক্ষ্য করা যাচ্ছে নাইট রাইডার্স দলের খেলায়। বিশেষ করে মুম্বইয়ের বিরুদ্ধে যেভাবে জেতা ম্যাচ হেরেছে শাহরুখ খানের দল তার ব্যাখ্যা খুজেঁ পাওয়া মুশকিল। দলের মালিক সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন।

[৩] মুম্বাই কাঁটায় বিদ্ধ হওয়া ছাড়া যেন কিছুই করতে পারেন না সোনালী বেগুনি জার্সিধারীরা। একটা হিসেব স্পষ্ট। নতুন অধিনায়ক ইয়ন মর্গ্যান দায়িত্ব নেওয়ার পর দল যে আক্রমনাত্মক ক্রিকেট খেলবে সেটা স্পষ্ট করে দিয়েছিলেন। কিন্তু দুটো ম্যাচ হয়ে গেল। কেকেআর দলের সবচেয়ে দুর্বলতম জায়গা মনে হচ্ছে মিডল অর্ডার।

[৪] ইয়ন মর্গ্যান নিজে ছাড়াও রয়েছেন কার্তিক, সাকিব, রাসেলদের মত তারকা। কিন্তু ব্যাট হাতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি এখনও। দায়িত্বজ্ঞানহীন শট খেলে উইকেট ছুঁঁড়ে দিয়ে এসেছেন। রাসেল বল হাতে সফল হলেও দলে তার আসল গুরুত্ব ব্যাটসম্যান হিসেবে। সেই প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ তিনি। স্পিন বা পেস, কোনওটাই খেলতে পারছেন না। পাশাপাশি অধিনায়ক হিসেবে ব্যাট হাতে মর্গ্যান নিজেও রান পাননি। মাঝের তিন দিন প্র্যাকটিসে নিজেদের ভুলভ্রান্তি শুধরে নেওয়ার চেষ্টা চলেছে।

[৫] বিরাট কোহলির আরসিবির বিরুদ্ধে রোববার(১৮ এপ্রিল) খেলতে হবে নাইট রাইডার্সকে। যারা দুটো ম্যাচ খেলে দুটোতেই জিতে আছে। মুম্বাই এবং সানরাইজার্সকে হারিয়েছে আরসিবি। অধিনায়ক বিরাট দুটো ম্যাচেই ভাল শুরু করেও বড় রান করতে পারেননি। কিন্তু প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন এবি ডি ভিলিয়ার্স। দ্বিতীয় ম্যাচে ম্যাক্সওয়েল অর্ধশতরান পূর্ণ করেছেন। হর্ষল প্যাটেল নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন আরসিবি দলে এসে।

[৬] শেষ ম্যাচে বাংলার শাহবাজ আহমেদ তিন উইকেট তুলে নিয়ে চমকে দিয়েছেন। নতুন বছরে ড্যান ক্রিশ্চিয়ান এবং জেমিসন যোগ দেওয়ায় শক্তি বেড়েছে লাল জার্সিধারীদের। এমন দলের বিরুদ্ধে নাইট রাইডার্সকে জিততে গেলে ঘাম ঝরাতে হবে সন্দেহ নেই। - ক্রিকইনফো/ জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়