অহিদ মুুকুল : [২] শুক্রবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সিরাজ ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রাম, বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের হাসপাতাল গেইট ও জামাইর টেকে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
[৩] শনিবার সকালে আটককৃত আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
[৪] আটককৃতরা হলো, দৈনিক আজকালের খবরের কোম্পানীগঞ্জ প্রতিনিধি হাসান ইমাম রাসেল (৪৩), সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদ (২৭) ও বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অহিদ উল্যাহ চৌধুরী দিদার (৩৪)।
[৫] আটককৃত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা উপজেলা আওয়ামী লীগের (একাংশ) বাদলের অনুসারী।
[৬] স্থানীয় সূত্রে জানা গেছ, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের দায়েরকৃত মামলায় পুলিশ তাদের আটক করে।
[৭] নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.আলমগীর হোসেন জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে তা পরে বলা যাবে।