শিরোনাম
◈ পল্লবী‌তে দোকানে ঢুকে থানা যুবদল নেতা কিব‌রিয়া‌কে গুলি করে হত্যা  ◈ যেই দুই উপায়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব, জানালেন তাজুল ইসলাম (ভিডিও) ◈ গোপালগঞ্জে দলের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা আ. লীগ সভাপতির ◈ হাসিনা রায়ের খুশিতে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ: বাবুগঞ্জে ছাত্রদল নেতার মৃত্যু ◈ হাসিনা রায়ের পর ভাইরাল ভিডিও নিয়ে হুম্মাম: ‘বাবা বলেছিলেন, পুরো দেশেরও একই বিশ্বাস ছিল’ ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ফেরৎ দিবে ভারত? কী আছে চুক্তিতে ◈ উগান্ডা‌কে হা‌রি‌য়ে নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা ◈ বর্ণিল আয়োজনে ঢাকায় নারী কাবাডি বিশ্বকাপের উদ্বোধন হ‌লো ◈ হাসিনার মৃত্যুদণ্ডের রায়: প্রতিক্রিয়ায় যা বলল ভারত ◈ ‘ভারত কোনো অবস্থাতেই হাসিনাকে ফেরত দেবে না’

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৫:০৭ বিকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৬:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোহলির এক বছরের বেতনের টাকা পাকিস্তান দলের পুরো বছরের বেতন

এল আর বাদল : [২] ভারত অধিনায়ক বিরাট কোহলি প্রায়ই কোন না কোনও নতুন রেকর্ড গড়ছেন। এ কারণেই শিরোনামে আসেন ক্যাপ্টেন কোহলি। ব্যাটিং পরিসংখ্যানে যেমন তিনি সবার আগে থাকেন ঠিক তেমনিই রোজগারেও তার ধারেকাছে কেউ নেই। যদি তার বিজ্ঞাপন ও আইপিএল থেকে হওয়া রোজগারের কথা ছেড়েও দেওয়া হয় তাহলেও তিনি এত টাকা পান যা একেবারে বিপুল। বিরাট কোহলি একা ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে সারা বছরে যা বেতন পান সেই টাকায় গোটা পাকিস্তান দলের প্রায় এক বছরের বেতন হয়ে যায়।

[৩] বিসিসিআই ২০২০-২১-র যে চুক্তিপত্র করেছিল তার ভিত্তিতে বার্ষিক তিনি ৭ কোটি টাকা পান। কারণ তিনি বোর্ডের গ্রেড এ’ প্লাস ক্রিকেটারদের তালিকায় রয়েছেন। এই তালিকায় তিনি ছাড়া রয়েছেন রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরাহ।

[৪] বিসিসিআইয়ের চুক্তি অনুযায়ী তারা বার্ষিক ৭ কোটি টাকা পান। অন্যদিকে গ্রেড এ’ ক্রিকেটাররা ৫ কোটি এবং গ্রেড বি’ ও গ্রেড সি’ ক্রিকেটাররা বছরে ৩ কোটি ও ১ কোটি টাকা পান। সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডে ৩ টি ক্যাটাগরিতে ক্রিকেটাররা রয়েছেন, গ্রেড এ’ ক্রিকেটাররা পাকিস্তানি ম্দ্রুায় ১১ লাখ টাকা (ভারতীয়মুদ্রায় ৫.২ লক্ষ টাকা) পান। এই গ্রেডে রয়েছেন বাবর আজম, শাহিন আফ্রিদি এবং আজহর আলি। বি’ ক্যাটাগরির ক্রিকেটাররা পান পাকিস্তানি টাকায় ৭.৫০ লাখ টাকা (৩.৫৪ লাখ টাকা), সি’ ক্যাটাগরির ক্রিকেটাররা ৫.৫০ লাখ পাকিস্তানি টাকা (২.৬০ লাখ টাকা)। পাকিস্তান এ’ ক্যটাগরিতে ৩ জন, বি’তে ৯ জন, আর সি’ ক্যাটাগরিতে ৬ জন রয়েছে।

[৫] পাকিস্তানি টাকাকে যদি ভারতীয় টাকার হিসেবে দেখা হয় তাহলে গোটা পাকিস্তান দলের মাইনে ৭.৪ কোটি টাকা। ভারতীয় ক্রিকেটারদের তালিকায় গ্রুপ এ -তে রয়েছেন ১০ জন ক্রিকেটার, গ্রেড বি-তে রয়েছেন পাঁচজন ক্রিকেটার। গ্রেড সি-তে রয়েছেন ১০ জন। - এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়