শিরোনাম
◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৭ ◈ ২৩৭ আসনে বিএনপির প্রার্থী কারা, দেখুন তালিকা ◈ ‘আপনি বেশি কথা বলেন, আদালত বিব্রত হয়’: আইনজীবী আমির হোসেনকে ট্রাইব্যুনাল ◈ সালাহউদ্দিন আহমদ যে আসনের প্রার্থী হয়েছেন  ◈ ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে ১২ প্রতিষ্ঠানের আবেদন ◈ খালেদা জিয়া বগুড়া-৭ ও দিনাজপুর-৩ ও তারেক রহমান বগুড়া-৬ আসনে প্রার্থী ◈ ধর্মীয় আপত্তির মুখে প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিল করল সরকার ◈ বিদেশে প্রশিক্ষণে কোটি টাকা ব্যয়, মাঠপর্যায়ে ফল শূন্য ◈ নতুন পে স্কেলে গ্রেড কমানোর প্রস্তাব, সর্বনিম্ন বেতন কত হতে পারে? ◈ গেইল-থিসারা পেরেরাদের হোটেলে রেখে পালিয়ে গেছে আয়োজকরা, এই লিগে খেলার কথা ছিল সাকিব আল হাসানেরও

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৫:০৭ বিকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৬:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোহলির এক বছরের বেতনের টাকা পাকিস্তান দলের পুরো বছরের বেতন

এল আর বাদল : [২] ভারত অধিনায়ক বিরাট কোহলি প্রায়ই কোন না কোনও নতুন রেকর্ড গড়ছেন। এ কারণেই শিরোনামে আসেন ক্যাপ্টেন কোহলি। ব্যাটিং পরিসংখ্যানে যেমন তিনি সবার আগে থাকেন ঠিক তেমনিই রোজগারেও তার ধারেকাছে কেউ নেই। যদি তার বিজ্ঞাপন ও আইপিএল থেকে হওয়া রোজগারের কথা ছেড়েও দেওয়া হয় তাহলেও তিনি এত টাকা পান যা একেবারে বিপুল। বিরাট কোহলি একা ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে সারা বছরে যা বেতন পান সেই টাকায় গোটা পাকিস্তান দলের প্রায় এক বছরের বেতন হয়ে যায়।

[৩] বিসিসিআই ২০২০-২১-র যে চুক্তিপত্র করেছিল তার ভিত্তিতে বার্ষিক তিনি ৭ কোটি টাকা পান। কারণ তিনি বোর্ডের গ্রেড এ’ প্লাস ক্রিকেটারদের তালিকায় রয়েছেন। এই তালিকায় তিনি ছাড়া রয়েছেন রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরাহ।

[৪] বিসিসিআইয়ের চুক্তি অনুযায়ী তারা বার্ষিক ৭ কোটি টাকা পান। অন্যদিকে গ্রেড এ’ ক্রিকেটাররা ৫ কোটি এবং গ্রেড বি’ ও গ্রেড সি’ ক্রিকেটাররা বছরে ৩ কোটি ও ১ কোটি টাকা পান। সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডে ৩ টি ক্যাটাগরিতে ক্রিকেটাররা রয়েছেন, গ্রেড এ’ ক্রিকেটাররা পাকিস্তানি ম্দ্রুায় ১১ লাখ টাকা (ভারতীয়মুদ্রায় ৫.২ লক্ষ টাকা) পান। এই গ্রেডে রয়েছেন বাবর আজম, শাহিন আফ্রিদি এবং আজহর আলি। বি’ ক্যাটাগরির ক্রিকেটাররা পান পাকিস্তানি টাকায় ৭.৫০ লাখ টাকা (৩.৫৪ লাখ টাকা), সি’ ক্যাটাগরির ক্রিকেটাররা ৫.৫০ লাখ পাকিস্তানি টাকা (২.৬০ লাখ টাকা)। পাকিস্তান এ’ ক্যটাগরিতে ৩ জন, বি’তে ৯ জন, আর সি’ ক্যাটাগরিতে ৬ জন রয়েছে।

[৫] পাকিস্তানি টাকাকে যদি ভারতীয় টাকার হিসেবে দেখা হয় তাহলে গোটা পাকিস্তান দলের মাইনে ৭.৪ কোটি টাকা। ভারতীয় ক্রিকেটারদের তালিকায় গ্রুপ এ -তে রয়েছেন ১০ জন ক্রিকেটার, গ্রেড বি-তে রয়েছেন পাঁচজন ক্রিকেটার। গ্রেড সি-তে রয়েছেন ১০ জন। - এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়