শিরোনাম
◈ পদত্যাগ করলেও মন্ত্রিপাড়ার সরকারি বাসা ছাড়েনি আসিফ ও মাহফুজ ◈ ডিম হামলা, হাতাহাতি, ভাঙচুর; ভোটের মাঠে কথার লড়াই কি সংঘাতে গড়াচ্ছে? ◈ স্ত্রী-সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো: সাদ্দাম (ভিডিও) ◈ চাঁদে আঘাত হানতে পারে বিশাল গ্রহাণু, হতে পারে ভয়াবহ উল্কাবৃষ্টি ◈ তারেক রহমানের পাশে বসা ভাইরাল ভিডিও নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদল সভাপতি ◈ বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার আশা করি: জি-২৪ ঘণ্টাকে শেখ হাসিনা ◈ রমজানে মক্কা–মদিনায় তারাবিহ হবে ১০ রাকাত, সিদ্ধান্ত সৌদি কর্তৃপক্ষের ◈ বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত নেতা রেজাউল করিমের মৃত্যু ◈ তারেক রহমানের প্রত্যাবর্তন: রাজনীতি, বিতর্ক ও ‘নতুন বাংলাদেশ’-এর প্রত্যাশা ◈ ভারতীয় অপতথ্যের ফাঁদে বাংলাদেশ, উদ্বেগজনক হারে বাড়ছে ভুয়া খবর

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০১:৪৪ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদারীপুরের শিবচরে ‘লুডু খেলা নিয়ে’ সংঘর্ষ, নিহত এক

ডেস্ক নিউজ: উপজেলায় লুডু খেলাকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ইলিয়াস ঢালী (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে ও সন্ধ্যায় দুই দফায় এ সংঘর্ষ ঘটে।

নিহত ইলিয়াস ঢালী কাদিরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ডিক্রিরচর গ্রামের ইউনুস ঢালীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেলে দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ডিক্রিরচর গ্রামের মজিবর ঢালী ও শাহিন মোল্লার মধ্যে লুডু খেলাকে কেন্দ্র করে বাগবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। এর রেশ ধরে পরবর্তী সময়ে স্থগিত হয়ে যাওয়া কাদিরপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বি এম জাহাঙ্গীর হোসেন ও চান মিয়ার সমর্থকদের মধ্যে সন্ধ্যার পর দ্বিতীয় দফায় সংঘর্ষ হয়। এ সময় তাঁদের কাছে দেশীয় অস্ত্রশস্ত্র দেখা যায়।

এতে উভয়পক্ষের কমপক্ষে পাঁচজন গুরুতর আহত হলে তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে লুডু খেলায় অংশ নেওয়া চেয়ারম্যান প্রার্থী বি এম জাহাঙ্গীর হোসেনের সমর্থক মজিবর ঢালীর ভাই ইলিয়াস ঢালীকে হাসপাতালে নেওয়া হলে পথেই মৃত্যু হয় তাঁর।

ইলিয়াস ঢালীর স্ত্রী ফাতেমা বলেন, ‘আমার স্বামীকে ওরা মেরে ফেলেছে। আমি ওদের ফাঁসি চাই।’

ইলিয়াস ঢালীর মা পানু বিবি বলেন, ‘আমার ছেলেকে ওরা ১০ থেকে ১০ জন মিলে বুকে আঘাত করেছে। গোরস্তানের সঙ্গে ঠেকিয়ে আঘাত করে মেরে ফেলেছে। আমি ওদের বিচার চাই।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানিয়েছেন, ঘটনার পর থেকেই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর মধ্যে মজিবর রহমান ওরফে খলিল মোল্লাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আটক করেছে পুলিশ। সূত্র: এনটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়