শিরোনাম
◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ ◈ সাভার ট্যানারি শিল্পনগরী বেপজার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু ◈ সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'? ◈ অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা ◈ জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব ◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে?

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৩:৪১ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৩:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আঙুল ভেঙ্গে স্টোকসের আইপিএল শেষ

স্পোর্টস ডেস্ক: [২]ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুতেই বড় ধাক্কা খেল রাজস্থান রয়্যালস। দলের মূল ভরসা বেন স্টোকস টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন। আঙুল ভেঙে আইপিএল থেকে ছিটকে গেছেন ইংলিশ পেস অলরাউন্ডার। রাজস্থান এক টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে।

[৩]সোমবার ১২ এপ্রিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পান স্টোকস। ক্রিস গেইলের ক্যাচ ধরার সময় চোটটা পেয়েছিলেন। এরপর তড়িঘড়ি মাঠ ছাড়েন। পরবর্তীতে রাজস্থানের হয়ে ওপেন করতে নামেন স্টোকস। ৩ বলে কোনও রান করতে পারেননি।

[৪]মঙ্গলবার ১৩ এপ্রিল রাজস্থান রয়্যালস টুইট করে জানায়, স্টোকসকে এ বছর আর আইপিএলে পাওয়া যাবে না। তবে দলকে সমর্থন করতে স্কোয়াডের সঙ্গে থাকবেন তিনি।’

[৫]রাজস্থান প্রথম ম্যাচে মাত্র ৪ রানে ম্যাচ হারে। পাঞ্জাব ও রাজস্থানের ম্যাচে ছিল রানের ফোয়ারা। পাঞ্জাবের করা ২২১ রানের জবাবে রাজস্থান তোলে ২১৭ রান। ৭ ছক্কা ও ১২ চারে রাজস্থানের অধিনায়ক সানজু স্যামসন একাই করেছিলেন ১১৯ রান। শেষ বলে জয়ের জন্য দরকার ছিল ৫ রান। ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ কভারে ক্যাচ তোলেন এবারের আইপিএলে প্রথম সেঞ্চুরি হাঁকানো স্যামসন।- আইপিএল

  • সর্বশেষ
  • জনপ্রিয়