শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০১:২৭ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দোকান থেকে প্যান্ট চুরি করে বিপাকে জেলা ছাত্রলীগ নেতা

ডেস্ক রিপোর্ট: দোকান থেকে জিন্স প্যান্ট চুরি করে ধরা পড়ে জরিমানা দিয়ে রেহাই পেয়েছেন রাজশাহী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ওরফে জুয়েল রানা। যমুনাটিভি

জরিমানায় শাস্তি মওকুফ হলেও সেই চুরির দৃশ্য সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

গত ১০ এপ্রিল শনিবার তানোর পৌর এলাকার প্রদীপ সুপার মার্কেটে চুরির ঘটনা ঘটান ঐ ছাত্রলীগ নেতা।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, কয়েকজন ক্রেতা ঘোরাফেরা করছিলো দোকানের সামনে। তারা বেরিয়ে যেতেই বাইরে দিকে টানানো একটি প্যান্ট নাড়াচাড়া শুরে করেন মিজানুর। কিছুক্ষণ ক্রেতাবেশে মাপজোখ ঠিক আছে কিনা তা দেখেন। পরে কৌশলে প্যান্টটি নিয়ে তিনি সটকে পড়েন।

দোকানের মালিক প্রসেনজিত কুমার জানান, ঐ দিন দোকান বন্ধের আগে কোনভাবেই একটি প্যান্টের হিসাব মিলছিল না। না পেয়ে পরদিন পাশের দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখেন। ফুটেজে মিজানের প্যান্ট চুরির বিষয়টি স্পষ্ট ভাবে ধরা পড়ে।

তানোর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাপুল সরকার জানান, দোকান মালিকের অভিযোগ পেয়ে মিজানকে ডাকা হয়। সে এসে প্যান্টের দাম ৩’শ ২০ টাকা পরিশোধ করেছে।

তবে মিজান দাবি করেছে, যখন সে প্যান্ট নিয়ে যায় সে নেশার ঘোরে ছিল। সেকারণে তখন দাম পরিশোধ করেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়