শিরোনাম
◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০১:২৭ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দোকান থেকে প্যান্ট চুরি করে বিপাকে জেলা ছাত্রলীগ নেতা

ডেস্ক রিপোর্ট: দোকান থেকে জিন্স প্যান্ট চুরি করে ধরা পড়ে জরিমানা দিয়ে রেহাই পেয়েছেন রাজশাহী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ওরফে জুয়েল রানা। যমুনাটিভি

জরিমানায় শাস্তি মওকুফ হলেও সেই চুরির দৃশ্য সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

গত ১০ এপ্রিল শনিবার তানোর পৌর এলাকার প্রদীপ সুপার মার্কেটে চুরির ঘটনা ঘটান ঐ ছাত্রলীগ নেতা।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, কয়েকজন ক্রেতা ঘোরাফেরা করছিলো দোকানের সামনে। তারা বেরিয়ে যেতেই বাইরে দিকে টানানো একটি প্যান্ট নাড়াচাড়া শুরে করেন মিজানুর। কিছুক্ষণ ক্রেতাবেশে মাপজোখ ঠিক আছে কিনা তা দেখেন। পরে কৌশলে প্যান্টটি নিয়ে তিনি সটকে পড়েন।

দোকানের মালিক প্রসেনজিত কুমার জানান, ঐ দিন দোকান বন্ধের আগে কোনভাবেই একটি প্যান্টের হিসাব মিলছিল না। না পেয়ে পরদিন পাশের দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখেন। ফুটেজে মিজানের প্যান্ট চুরির বিষয়টি স্পষ্ট ভাবে ধরা পড়ে।

তানোর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাপুল সরকার জানান, দোকান মালিকের অভিযোগ পেয়ে মিজানকে ডাকা হয়। সে এসে প্যান্টের দাম ৩’শ ২০ টাকা পরিশোধ করেছে।

তবে মিজান দাবি করেছে, যখন সে প্যান্ট নিয়ে যায় সে নেশার ঘোরে ছিল। সেকারণে তখন দাম পরিশোধ করেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়