শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৫:২৪ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক পাঙাশের দাম ২১ হাজার টাকা

অনলাইন ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মায় জেলেদের জালে ১৬ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে।

রোববার (১১ এপ্রিল) পদ্মার দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে জয়নাল সরদারের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি এক হাজার ২৬৫ টাকা কেজি দরে ২১ হাজার ১২৬ টাকা বিক্রি হয়েছে।

জেলে জয়নাল সরদার বলেন, ভোরে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকায় জাল পাতেন তিনি। সকাল সাড়ে ৬টার দিকে মাছটি ধরা পড়ে। মাছটির ওজন ১৬ কেজি ৭০০ গ্রাম। দৌলতদিয়া-ঘাটের বাজারে দুলাল মণ্ডলের আড়তে নিয়ে গেলে মাছটি এক হাজার ২৬৫ টাকা কেজি দরে ২১ হাজার ১২৬ টাকায় কিনে নেন মো. চান্দু।

এই বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, পদ্মার দৌলতদিয়া ঘাট পয়েন্টে অনবরত ফেরি ও লঞ্চ চলাচলের ফলে ওই স্থানে পানির গভীরতা বেশি। এছাড়া ঘাট এলাকায় ফেরি ও লঞ্চ চলাচলের কারণে পানিতে ঘূর্ণায়মান রাতে তৈরি হয়। আর মাছের ধর্ম হল রাতে পানি যেখানে বেশি মাছ সেই পয়েন্টেই চলাচল করে।

তিনি আরও বলেন, ফেরি ও লঞ্চ থেকে উচ্ছিষ্ট অনেক খাবার ঘাট এলাকায় পরে থাকে। মাছ ওই পয়েন্টে খাবার পায় বলেই সেখানে বেশি চলাচল করে। এ কারণে বড় বড় মাছ ধরা পরছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়