শিরোনাম
◈ ট্রাম্পকে ইরানের নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের ◈ সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ ৫০ বছর আগের চুক্তিতে বাংলাদেশের ট্রানজিট চায় নেপাল ◈ ‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা ◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ১২:৩৪ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ১২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গায় জমির জন্য অসুস্থ পিতাকে বেধড়ক মারধর

সোহেল রানা ডালিম: চুয়াডাঙ্গা সদর উপজেলার নবীননগরে জমি লিখে না দেওয়ায় অসুস্থ পিতাকে ঘরে আটকে রামদা ও বাটাম দিয়ে বেধড়ক মারধর করেছে প্রথম স্ত্রীর দুই ছেলে। পরে স্থানীয়রা আহত ইয়াকুব আলীকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। এ ঘটনায় ইয়াকুব আলীর দ্বীতিয় স্ত্রী বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

(১১-এপ্রিল) বিকেল ৫টার দিকে অসুস্থ ইয়াকুব আলী চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি গেলে প্রথম স্ত্রীর দুই ছেলে জহিরুল ও সাদমান তাকে মারধর করে।

আহত ইয়াকুব আলীর দিত্বীয় স্ত্রী রোকেয়া বেগম জানন, গত দেড় মাস আগে সড়ক দুর্ঘটনায় পা ভেঙ্গে যায় তার স্বামী ইয়াকুব আলীর। অপারেশন করে পায়ে রড দেওয়ার পর থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলো সে। গতকাল ছাড়পত্র নিয়ে বাড়ী গেলে তার স্বামীর আগের পক্ষের দুই ছেলে জহিরুল (৪৭) ও সাদেমান(৩০) তাদের বাড়িতে আসে। অসুস্থ বাবাকে দেখার নাম করে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে তাদের নামে জমি লিখে দিতে জোর জবরদস্তি করতে থাকে। তার স্বামী জমি লিখে দিতে রাজি না হওয়ায় ঘরে থাকা রামদা ও বাটাম দিয়ে বেধড়ক মারধর করতে শুরু করে। পরে তাদের চিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসলে জহিরুল ও সাদেমান পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ইয়াকুবকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ভর্তি রাখেন।

আহত ইয়াকুবের দ্বিতীয় স্ত্রীর ছোট ছেলে রাসেল অভিযোগ করে বলেন, প্রায়ই তারা বাবাকে হুমকি ধামকি দিতো জমি লিখে দেওয়ার জন্য। সে আরও বলেন, তার বাবা হাসপাতালে ভর্তি থাকা অবস্থায়ও তারা এসে জমির জন্য হুমকি ধামকি দিয়ে গছে। এ ঘটনায় আহত ইয়াকুবের দ্বিতীয় স্ত্রী বাদী হয়ে জহিরুল ও সাদেমানকে আসামী করে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়