মাসুদ আলম: [২] র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, সকালে যাত্রাবাড়ী থানার দক্ষিণ কাজলা উত্তর দনিয়া বিশ্বরোড চেকপোস্টে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে নুরুল আলম ও জসিম উদ্দিন আহম্মেদকে ৬ হাজার ২৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিন ধরে তারা চট্টগ্রাম ও কক্সবাজার থেকে কৌশলে ইয়াবা এনে ঢাকার মাদককারবারিদের কাছে সরবরাহ ও বিক্রি করতেন। তারা আন্তঃজেলা মাদককারবারি চক্রের সদস্য।
[৩] তিনি বলেন, অপরদিকে ভোরে দক্ষিণ কাজলা উত্তর দনিয়া বিশ্বরোডের বরিশাল স-মিলের সামনে একটি কাভার্ড ভ্যান তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকানো অবস্থায় গাঁজা ভর্তি একটি বস্তা কসটেপ মোড়ানো ২০ কেজি পাওয়া যায়। এসময় হেলাল, শাহ জালাল ও রাজিব তালুকদারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা র্দীঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিলো।