শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৩:১৬ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৩:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতীয় ক্রিকেটারদের মানসিক সহ্যশক্তি বিদেশিদের তুলনায় অনেক বেশি, বললেন গাঙ্গুলি

এল আর বাদল : [২] দীর্ঘদিন বায়ো-সিকিওর বাবলে থাকার ক্লান্তির জন্য ইতিমধ্যেই আইপিএল থকে সরে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। তারকা ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করতে আগেও দেখা গিয়েছে। তবে করোনা মহামারির জন্য বাধ্যতামূলক লকডাউন পরবর্তী সময়ে জৈব-সুরক্ষা বলয়ে আটকে থাকার ফলে মানসিক স্বাস্থ্যের প্রসঙ্গ নতুন করে উত্থাপিত হতে শুরু করেছে।

[৩] এক্ষেত্রে ভারতীয় ক্রিকেটারদের মানসিক সহ্যশক্তি বিদেশিদের থেকে অনেক বেশি বলে মনে করেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। একটি ভার্চুয়াল প্রোমেশনাল ইভেন্টে সৌরভ বলেন, আমি মনে করি যে, ভারতীয়দের সহ্যশক্তি বিদেশিদের তুলনায় একটু বেশি। আমি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্টে ইন্ডিজের বহু ক্রিকেটারদের সঙ্গে খেলছি। ওরা মানসিক স্বাস্থ্য নিয়ে হতাশা প্রকাশ করতো।

[৪] বোর্ড সভাপতি আরও বলেন, গত ৬-৭ মাসে বায়ো-বাবলের মধ্যে প্রচুর ক্রিকেট খেলা হয়েছে। এটা সত্যিই কঠিন। হোটেল রুম থেকে মাঠে যাও, চাপ সামলে ফিরে এসো হোটেল রুমে, আবার হোটেল থেকে মাঠে যাও, এটা সম্পূর্ণ অন্য জীবন।

[৫] সৌরভ এক্ষেত্রে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর থেকে সরে দাঁড়ানোর উহাদরণ দেন। তিনি বলেন, অস্ট্রেলিয়া দলের দিকে তাকান, ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজের পর ওদের দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা ছিল। তবে ওরা যেতে অস্বীকার করে। করোনার আশঙ্কা সব জায়গায়। আপনাকে সবসময় ইতিবাচক থাকতে হবে। আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়