জামাল হোসেন: [২] সারাদেশে মহামারি করোনা সংক্রমণ পরিস্থিতি প্রকোপ রুপ ধারণ করায় নতুন করে সোমবার থেকে আগামী ৭দিন লকডাউন ঘোষণা করেছেন।
[৩] জীবননগরে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন কার্যকর, স্বাস্থ্যবিধি মেনে চলাচল ও মাস্ক পরিধান নিশ্চিত করতে জীবননগর উপজেলা প্রশাসন লকডাউনের দ্বিতীয় দিন মঙ্গলবার দুপুরে শহরের জনগুরুত্বপূর্ণ স্থান গুলো ও হাসাদহ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন।
[৪] এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখা ও মাস্ক পরিধান না করায় ভ্রাম্যমাণ আদালত আটজনকে বিভিন্ন ধারায় ২ হাজার ৮০০ টাকা জরিমানা করেন।
[৫] ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন। ভ্রাম্যমান আদালতে সার্বিক সহযোগিতা করেন। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামসহ থানা পুলিশের একটি টিম।
[৬] সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাহিরে বের না হওয়াসহ কাঁচা বাজার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উম্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করতে করতে অনুরোধ করেন। সেই সাথে যারা সরকারের নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে হুশিয়ার করেন।
[৭] তিনি আরও বলেন, জীবননগর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: সাদেক আলী