স্পোর্টস ডেস্ক: [২] করোনা পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার উপক্রম হয়েছে ভারতে। মুম্বাই-সহ গোয়া মহারাষ্ট্র জুড়েই জারি হয়েছে লকডাউন। শুক্রবার রাত ৮টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা। এর মধ্যেই গুরুত্বপূর্ণ ঘোষণা দিলেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি।
[৩] ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংস শিবিরে হানা দিয়েছে করোনা। ওয়াংখেড়ের মাঠকর্মীরা গণহারে করোনা আক্রান্ত হচ্ছেন।
[৪] আইপিএল শুরুর ঠিক আগে করোনা মহামারি এমন ভয়াবহতা দেখা দিলেও বিসিসিআই নিরাপদে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আয়োজনে বদ্ধপরিকর। বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি স্পষ্ট করে জানিয়ে দিলেন যে, আইপিএল ২০২১ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আয়োজিত হবে।
[৫] সংবাদ সংস্থা এএনআইকে সৌরভ বলেন, ‘সব কিছু পরিকল্পনা ও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।’
[৬] বিসিসিআই ইতিমধ্যেই ক্রিকেটারদের টিকা দানের জন্য তৎপর রয়েছে। বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা নিজেই জানিয়েছেন যে বিসিসিআই এই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা চালাচ্ছে।
[৭] এখন মুম্বাইতে আইপিএল আয়োজন নিয়ে সংশয় সবচেয়ে বেশি। ১০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ওয়াংখেড়েতে আসরের মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১০ এপ্রিল মুম্বাইয়ে প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। তাছাড়া রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের লিগ ম্যাচ খেলবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে।- ক্রিকবাজ