সোহেল সানি : মোহাম্মদ নাসিম। আমার প্রিয় লিডার। শুভ জন্মদিন। পরপারে ভালো থাকুন শুভ কামনা। কোনদিন ভুলে যাবো না আপনার স্নেহাশিস ভালোবাসা আর সহযোগিতার কথা। বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন আপনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে আমার জন্য আপনার টেলিফোন ব্যবহারের কথা কোনদিন ভুলবো না।
লাখো কোটি নেতাকর্মীর কাছে আপনি ছিলেন দাপুটে নেতা। ছিলেন স্বরাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ ও গণপূর্ত গৃহায়ণ মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। কি করে ভুলবো আপনায়? আপনি জাতির পিতা বঙ্গবন্ধুর শাসনামলের প্রধান মন্ত্রী ও বাকশালের মহাসচিব বঙ্গবন্ধু খুনীদের হাতে নিহত জাতীয় নেতা এম মনসুর আলীর পুত্র।
লিডার আপনার মতো আমাদের অনেক প্রিয়নেতার শূন্যতার সৃষ্টি করেছে- করছে মরণঘাতী করোনা।মহান আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন।