শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ১২:২৬ রাত
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ১২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাব্বির খান: মামুনুল হকের ব্যাপারে আমার তদন্ত রিপোর্ট

সাব্বির খান: নীচের ভিডিওটা ২০২০ সালের ২৪ ডিসেম্বরের। এক ওয়াজ মাহফিলে মাওলানা মামুনুল হক রসিয়ে রসিয়ে এবং গর্ব করে তাঁর একমাত্র স্ত্রী এবং তাঁর ফ্যামিলীর ইসলামী চেতনার কথা বলছিলেন। মাত্র ১ বছর পূর্বের সেই বক্তব্যে মামুনুল হক সাবেক এক সেনা কর্মকর্তার মেয়েকে তাঁর একমাত্র স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন ওয়াজে এবং তাঁর একমাত্র স্ত্রী যে কত বড় ধার্মিক এবং তাঁর অনুগত ছিলেন, সে কথা তিনি বয়ান করছিলেন।
আজ মামুনুল হক যখন সোনারগায়ের রিসোর্টে এক নারী নিয়ে ধরা পড়লেন, তখন তিনি প্রথমে সেখান থেকে পালানোর চেষ্টা করেন। কিন্তু যখন পালাতে ব্যর্থ হলেন, তখন তিনি প্রচন্ড ভীত হয়ে সেই নারীকে তাঁর দুই বছর আগে বিয়ে করা দ্বিতীয় স্ত্রী হিসেবে বললেন এবং এও বললেন যে, সে বিয়েতে দুইজন সাক্ষীও ছিল।
সাংবাদিকদের জেরার মুখে মামুনুল হক বলেন, ছুটি কাটাতে তিনি একজন মেয়ের বয়সী মেয়েকে নিয়ে সোনারগাঁ রিসোর্টে ঘুরতে গিয়েছিলেন এবং রাত কাটিয়েছেন, যাকে তিনি ২ বছর পূর্বে নাকি বিয়ে করেছিলেন।
কিন্তু আমি ব্যক্তিগত ভাবে খোঁজ নিয়ে জানতে পারি যে, তাঁর এই বিয়ের কথা তাঁর প্রথম বা একমাত্র স্ত্রী কিছুই জানতেন না। মিডিয়াতে মামুনুল হকের এই নারীঘটিত কেলেংকারীর কথা শুনে তাঁর স্ত্রী মুষরে পড়েন এবং কান্নায় ভেঙ্গে পড়েন। তবে, আমার সোর্সের কোন প্রশ্নের জবাব তিনি দেননি।
মামুনুল হক যে রিসোর্টে নেয়া মেয়েকে একটা রক্ষীতা হিসেবে রেখেছিলেন, তা নীচে প্রদত্ত ২০২০ সালের ২৪ ডিসেম্বরের ভিডিও দেখলেই বোঝা যায়। কারণ সেখানে তিনি তাঁর দাবি মোতাবেক দ্বিতীয় স্ত্রীর ব্যাপারে একটা শব্দও উচ্চারণ করেননি। বিষয়টা এমন নয় যে, ইসলাম ধর্মে দ্বিতীয় স্ত্রী থাকা অপরাধ। বরং অনেকে ধর্মের দোহাই দিয়ে ৪টি স্ত্রীও রাখেন বোগলদাবা করে। কিন্তু মামুনুল হক যদি দুই বছর আগে দ্বিতীয়বার বিয়ে করেও থাকেন, তাহলে এক বছর আগে দেয়া ওয়াজে প্রথম স্ত্রীর কথা উল্লেখ করলেও দ্বিতীয় স্ত্রীর নাম মুখে নিলেন না কেন? কারণ একজন গোপন রক্ষীতাকে স্ত্রীর পরিচয় দেয়া যায় না।
ইরান সরকার একটা প্রথা তৈরি করেছিলেন। সেখানে পতিতালয় থাকা শরীয়ত মোতাবেক হারাম হলেও সরকারের তত্ত্বাবধায়নে পরিচালিত একাধিক পতিতালয় রয়েছে। তবে শরীয়া আইন মোতাকেক কোন পুরুষ যদি সেই পতিতালয়ে যান, তাহলে প্রথমে তাঁকে পছন্দ অনুসারে একজন নারীকে (পতিতা পেশায় নিয়োজিত) ঠিক করতে হবে এবং তাঁকে শরীয়া আইনানুযায়ী বিয়ে করতে হবে। বিয়ের এই কার্যটি পতিতালইয়ের একটা নির্দিষ্ট রুমেই হয়। বিয়ে করার পর সে পতিতার সাথে দৈহিকভাবে মিলিত হওয়ার পূর্বে দেনমোহর (পতিতার ন্যায্য মূল্য বা পাওনা) মিটিয়ে দিয়ে তারপর ঘন্টা কয়েক সেখানে সেই নারীর সঙ্গ লাভ করতে পারেন। আবার যখন সেই লোক পতিতালয় থেকে বেরিয়ে আসবেন, তখন তিনি তাঁকে সেই শরীয়া আইন মোতাবেক "তালাক" দিয়ে নির্ঝঞ্ঝাট সেখান থেকে চলে যেতে পারবেন।
উপরের ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে, শরীয়াকান্ডারী মামুনুল হকরা রক্ষীতা রাখার জন্য এই পন্থাই সাধারনত অবলম্বন করে থাকেন। বাংলাদেশ সরকারের আইনানুসারে যে কেউ বিয়ে করলে তা সরকারী নথিতে রেজিষ্ট্রি করতে হয়। ধর্মীয় মোতাবেক বিয়ে হলেও সরকারী নথিতে রেজিষ্ট্রি না হলে সে বিয়েকে 'বিয়ে' বলে স্বীকৃতি দেয়া যায় না। মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রীর ভোটার আইডি বা ন্যাশনাল আইডিতে মামুনুল হকের সাথে তাঁর বিয়ের বিষয়টি উল্লেখ নাই। অর্থাৎ মামুনুল হকের স্ত্রী সে নয়।
মানুমুল হক দুইজন সাক্ষী (তাঁর নিজস্ব চ্যালাচামুন্ডু) রেখে এক-দুইটা সুরা পাঠ করে আল্লাহকে হাজির-নাজির করে 'হয়ত' সেই নারীকে বিয়ে করেছেন অথবা করেননি, কিন্তু সেই নারীকে যে মামুনুল তাঁর প্রথম স্ত্রী এবং সমাজের কাছ থেকে গোপন রেখে রিসোর্টে আনন্দফুর্তি করেছেন, সেব্যাপারে কোন সন্দেহ নাই।
আমার তদন্তে দেখা যায় যে, মামুনুল হক যাকে দুই বছর আগে বিয়ে করা স্ত্রী বলছেন, সেই বিয়ের কোন রেজিষ্ট্রেশন হয় নাই বা সেই বিয়ের কোন দলিলপত্র নাই। এমনকি তিনি শরীয়ত মতে প্রথম স্ত্রীর অনুমতি বা সম্মতি নিয়ে দ্বিতীয়বার বিয়ে করেননি, যা চ্যালেন একাত্তরের রিপোর্ট শুনলেই বুঝতে পারবেন এবং তা স্পষ্ট প্রমান হবে।
সেই অডিওতে মামুনুল হক রিসোর্টে ধরা খাওয়ার পর মুক্ত হলে সাথে সাথেই তার প্রথম স্ত্রীকে ফোন করেন এবং তাঁকে অনুরোধ করেন যাতে তাঁর প্রথম স্ত্রী বলেন যে, মামুনুলের দ্বিতীয় স্ত্রীর ব্যাপারে তিনি সবই জানেন এবং তাঁর সম্মতিতেই মামুনুল দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। কিন্তু তাঁর একমাত্র স্ত্রী ফোনে বলেন, "আপনি আগে বাসায় আসেন"। অর্থাৎ তাঁর হতবিহ্বল স্ত্রী মামুনুল হকের শিখিয়ে দেয়া কথায় কর্নপাত করেন না।
অর্থাৎ শরীয়ার কান্ডারী মামুনুল হক, যিনি দীর্ঘদিন ধরে সারা বাংলাদেশে জিহাদের স্ফুলিংগে ছারখার করছিলেন, তিনি নিজেই একজন চরিত্রহীন লম্পট যিনি দীর্ঘদিন ধরে তাঁর প্রথম স্ত্রীকে ঠকাচ্ছিলেন এবং নিজে একজন রক্ষীতা রেখে সময়ে-অসময়ে বিভিন্ন জায়গায় ফুর্তিবাজি করে বেড়াচ্ছিলেন।
ধর্মের নামে এইসব জামায়াতী-হেফাজতীরা বাংলার মানুষকে যেভাবে ঠকাচ্ছে তা নিশ্চয়ই অপরাধ এবং কঠিন শাস্তিযোগ্য ফৌজদারী অপরাধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়