শিরোনাম
◈ জামায়াতকে ‘বন্ধু’ হিসেবে চায় যুক্তরাষ্ট্র, ক্ষমতায় গেলে নজরদারির হুঁশিয়ারি মার্কিন কূটনীতিকের ◈ রাঙামাটির সঙ্গে সারা দেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ ট্রাম্পের নেতৃত্বে শান্তি পর্ষদ, স্বাক্ষর করলেন ২০ দেশের নেতা ◈ এক বৈঠকেই ১১ অধ্যাদেশ অনুমোদন: আইন, শিক্ষা ও অর্থনীতিতে বড় সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের ◈ তাদের প্রটোকল দরকার হলে তিন ডাবল করে দেন: তারেক রহমান (ভিডিও) ◈ নির্বাচন সামনে রেখে মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান ◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও)

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৪:৪৪ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৪:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় কিশোরগঞ্জের মানবিক মানুষ সৈয়দ রেজওয়ান উল্লাহ বাশার মারা গেছেন

মনোয়ার হোসাইনঃ [২] করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী হয়বতনগর সাহেববাড়ির সন্তান, সমাজসেবক, সংস্কৃতিজন, সদা হাস্যোজ্জল মানবিক মানুষ, বৃক্ষপ্রেমিক সৈয়দ রেজওয়ান উল্লাহ বাশার (৬৩) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

[৩] জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২ এপ্রিল) সকাল সোয়া ৭টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

[৪] গত বুধবার (৩১ মার্চ) তাঁকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে তিনি কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন।

[৫] গত ২৯ মার্চ তাঁর প্রথম নমুনা সংগ্রহের পর রিপোর্টে কোভিড-১৯ পজেটিভ আসে।

[৬] মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

[৭] একজন প্রাণবন্ত ও সদা হাস্যোজ্জল মানুষ হিসেবে জেলা শহরের সকলের কাছে পরিচিত ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

[৮] একজন বৃক্ষপ্রেমিক মানুষ হিসেবেও তিনি সুপরিচিত ছিলেন।

[৯] তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জের শিল্প-সংস্কৃতি, সাংবাদিক  সহ  বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বাদ জুমা হয়বতনগর জামে মসজিদে নামজের জানাজা শেষে পারিবারিক গোরস্থোনে দাফন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়