শিরোনাম
◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৩:৩৬ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৩:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাবি কোয়ার্টার থেকে নারী উদ্ধার

ইফতেখার আলম: [২] রাজশাহী বিশ^বিদ্যালয় (রাবি) কোয়ার্টার থেকে এক নারীকে (৩০) উদ্ধার করেছে পুলিশ।

[৩] বুধবার রাত ৮টার দিকে তাকে উদ্ধার করা হয়। কোয়ার্টারটির যে কক্ষ থেকে ওই নারীকে আটক করা হয়েছে সেই কক্ষটি বৈদ্যনাথ নামের বিশ^বিদ্যালয়টির এক নাইট গার্ডের নামে বরাদ্দ বলে জানা গেছে।

[৪] এ ব্যাপারে বৈদ্যনাথ সাংবাদিকদের জানান, বেশ কিছুদিন ধরে তার কক্ষটি ফাঁকা ছিল। সেখানে কেউই থাকতেন না। মাস দুয়েক আগেই তার মেয়েকে ওই কক্ষের চাবি দিয়েছিলেন তিনি। পরে মেয়ের কাছ থেকে তার মেয়ে জামাই চাবি নিয়ে নেন।

[৫] এরপরে বুধবার রাতে তিনি কোয়ার্টারের অন্যদের কাছ থেকে জানতে পারেন তার জামাই তালাবদ্ধ ওই কক্ষটিতে আসেন। সঙ্গে তার তিনজন বন্ধু ও একজন নারীকে নিয়ে সেখানে অবস্থান করছেন।

[৬] তবে কী কারণে কে বা কারা ওই নারীকে কোয়ার্টারে নিয়ে গিয়েছিল তা নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। মতিহার থানার ওসি মো: সিদ্দিকুর রহমান জানান, রাবির ওই কোয়ার্টার থেকে এক নারীকে উদ্ধার করে আনা হয়েছে। তাকে ভিকটিম সাপোর্ট সেণ্টারে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ওই নারীর অভিভাবকের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

[৭] রাজশাহী বিশ^বিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ লুৎফোর রহমান বলেন, এ ব্যাপারে মতিহার থানার ওসিকে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

[৮] রাবি প্রক্টরের উর্দ্ধৃতি দিয়ে জানতে চাইলে মতিহার থানার ওসি মো: সিদ্দিকুর রহমান জানান, বিশ^বিদ্যালয় থেকে ব্যবস্থা না নিলে আমার কিছু করার নাই। সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়