শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৩:৩৬ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৩:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাবি কোয়ার্টার থেকে নারী উদ্ধার

ইফতেখার আলম: [২] রাজশাহী বিশ^বিদ্যালয় (রাবি) কোয়ার্টার থেকে এক নারীকে (৩০) উদ্ধার করেছে পুলিশ।

[৩] বুধবার রাত ৮টার দিকে তাকে উদ্ধার করা হয়। কোয়ার্টারটির যে কক্ষ থেকে ওই নারীকে আটক করা হয়েছে সেই কক্ষটি বৈদ্যনাথ নামের বিশ^বিদ্যালয়টির এক নাইট গার্ডের নামে বরাদ্দ বলে জানা গেছে।

[৪] এ ব্যাপারে বৈদ্যনাথ সাংবাদিকদের জানান, বেশ কিছুদিন ধরে তার কক্ষটি ফাঁকা ছিল। সেখানে কেউই থাকতেন না। মাস দুয়েক আগেই তার মেয়েকে ওই কক্ষের চাবি দিয়েছিলেন তিনি। পরে মেয়ের কাছ থেকে তার মেয়ে জামাই চাবি নিয়ে নেন।

[৫] এরপরে বুধবার রাতে তিনি কোয়ার্টারের অন্যদের কাছ থেকে জানতে পারেন তার জামাই তালাবদ্ধ ওই কক্ষটিতে আসেন। সঙ্গে তার তিনজন বন্ধু ও একজন নারীকে নিয়ে সেখানে অবস্থান করছেন।

[৬] তবে কী কারণে কে বা কারা ওই নারীকে কোয়ার্টারে নিয়ে গিয়েছিল তা নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। মতিহার থানার ওসি মো: সিদ্দিকুর রহমান জানান, রাবির ওই কোয়ার্টার থেকে এক নারীকে উদ্ধার করে আনা হয়েছে। তাকে ভিকটিম সাপোর্ট সেণ্টারে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ওই নারীর অভিভাবকের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

[৭] রাজশাহী বিশ^বিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ লুৎফোর রহমান বলেন, এ ব্যাপারে মতিহার থানার ওসিকে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

[৮] রাবি প্রক্টরের উর্দ্ধৃতি দিয়ে জানতে চাইলে মতিহার থানার ওসি মো: সিদ্দিকুর রহমান জানান, বিশ^বিদ্যালয় থেকে ব্যবস্থা না নিলে আমার কিছু করার নাই। সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়