আখিরুজ্জামান সোহান: [২] প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন বলেছেন, আগামী তিন সপ্তাহের জন্য ফ্রান্সের সকল স্কুল বন্ধ থাকবে। ক্রমবর্ধমান কোভিড-১৯ সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নতুন জাতীয় বিধিনিষেধের অংশ হিসেবে এ সিদ্ধান্ত। আগামী শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। বিবিসি
[৩] বুধবার টেলিভিশেনে দেয়া এক সরাসরি ভাষণে মি. ম্যাক্রোন দেশের বর্তমান পরিস্থিতিটিকে "অত্যন্ত নাজুক" হিসাবে বর্ণনা করে বলেন, এপ্রিল মাসটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ মাসে টিকাদান এবং সংক্রমণের মধ্যে রেসিং গেম চলবে, তাই সর্বোচ্চ সতর্কতার সঙ্গে উদ্ভুত পরিস্থিতির মোকাবেলা করতে হবে। আরএনজেড
[৪] মার্চ মাসের শুরুর দিকে ফ্রান্সের ১৬টি অঞ্চলে লকডাউন জারি করা হয়। এবার তা বাড়িয়ে পুরো দেশে করা হয়েছে। গত বছর মহামারির প্রাদুর্ভাবের পর থেকে যা দেশটিতে তৃতীয়বারের মতো লকডাউন। ইউরো নিউজ
[৫] কম প্রয়োজনীয় সকল দোকানপাট শনিবার থেকে বন্ধ থাকবে এবং অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ নিজ বাড়ি থেকে সর্বোচ্চ ১০ কিলোমিটারের (৬ মাইল) বেশি ভ্রমণ করতে পারবে না। ফ্রান্স ২৪
[৬] বিবিসি জানিয়েছে, ফ্রান্সে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ দশমিক ৬ মিলিয়নের বেশি মানুষ। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৯৫ হাজার ৪৯৫ জন।