শিরোনাম
◈ ভারতকে প্রশ্ন না করায় সাংবাদিকদের সমালোচনায় পররাষ্ট্র উপদেষ্টা(ভিডিও) ◈ গাজা থেকে সিরিয়া, ইসরায়েলের নানা তৎপরতায় বাড়ছে উত্তেজনা ◈ বি‌শ্বের সব‌চে‌য়ে বয়স্ক রাষ্ট্রপ্রধান,  ৯২ বছরের পল বিয়া আবারও ক্যামেরুনের প্রেসিডেন্ট ◈ আল ই‌তিহা‌দের কা‌ছে হে‌রে  কিংস কাপ থে‌কে রোনাল‌দোর আল নাসরের বিদায় ◈ টি-‌টো‌য়ে‌ন্টি ক্রিকেট, পা‌কিস্তান‌কে ৫৫ রা‌নে হারা‌লো দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ◈ বিভিন্ন চাপে নির্বাচন কমিশন, সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় ◈ তুরস্কের ১৫২ রেফারি জুয়ার সঙ্গে জড়িত  ◈ ২০২৬ সা‌লের  বিশ্বকাপে খেলবেন লিও‌নেল মেসি! ◈ একসময় জাতির গর্ব, এখন বিতর্কের কেন্দ্রবিন্দু: রাজনীতির খেলায় নিজের ক্যারিয়ার শেষ করলেন সাকিব আল হাসান ◈ যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলের সবচেয়ে বড় হামলা, নিহত অন্তত ২০ ফিলিস্তিনি

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৩:৫৬ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৩:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫০ শতাংশ উপস্থিতি বাস্তবায়ন হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ: বুধবার (৩১ মার্চ) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

করোনা সংক্রমণ রোধে গত সোমবার ১৮ দফা নির্দেশনা জারি করে প্রধানমন্ত্রীর কার্যালয়। সেখানে বলা হয়েছে, জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস/প্রতিষ্ঠান শিল্প কারখানা ৫০ ভাগ জনবল দ্বারা পরিচালনা করতে হবে। গর্ভবতী, অসুস্থ, বয়স ৫৫ ঊর্ধ্ব কর্মকর্তা-কর্মচারীর বাড়িতে অবস্থান করে কর্মসম্পাদনের ব্যবস্থা নিতে হবে।

সরকারি প্রতিষ্ঠানে এ নির্দেশনা বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘গত পরশু যে প্রজ্ঞাপনটি আমরা দিয়েছি, সে অনুযায়ী সরকারি আধা-সরকারি, স্বায়ত্তশাসিত যেসব প্রতিষ্ঠান আছে সেখানে ৫০ শতাংশ জনবল নিয়ে যাতে অফিস পরিচালনা করা হয় সেই নির্দেশনা দেয়া আছে। সে অনুযায়ী আমরা বিভিন্ন মন্ত্রণালয়কে বার্তা দিয়েছি।’

তিনি বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে নির্দেশনা বাস্তবায়ন করেছে। বিভিন্ন মন্ত্রণালয় ইতোমধ্যে শতভাগ বাস্তবায়ন করতে পেরেছে। যেহেতু হঠাৎ করে এটি, তাই কেউ কেউ হয়তো ৭০ শতাংশ করতে সক্ষম হয়েছে। আশা করি দু-একদিনের মধ্যে যারা অত্যন্ত জরুরি কাজে সম্পৃক্ত নন সেখানে জনবলের অর্ধেক থাকবেন।’

‘অধিকাংশ মন্ত্রণালয় সেটা (নির্দেশনা) বাস্তবায়ন করেছে, আমি মনে করি যদি কেউ বিভিন্ন কারণে করতে পারেনি, আমাদের তো কমিটমেন্ট আছে এ দিনের মধ্যে সার্ভিসটি দিতে হবে, সেখানে হয়তো ৭০-৮০ শতাংশ বাস্তবায়ন করতে পেরেছে। ডিউটি রোস্টার ভাগ করে দেয়ার একটি বিষয় রয়েছে, আমার মনে হয় দ্রুত সেটা করতে যাচ্ছি।’ সূত্র: জাগো নিউজ, বিডি জার্নাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়