শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৬:২৫ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৬:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে হেফাজতের হরতাল পালন

গিয়াস উদ্দিন: [২] চট্টগ্রামের পটিয়ায় উপজেলায় হরতালের সমর্থনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রেখেছে পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসা শিক্ষার্থীস ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল সকাল থেকেই বন্ধ থাকে।

[৩] রোববার (২৮ মার্চ) সকাল থেকেই আপু পৌরসদরের বাস স্টেশন,ডাকবাংলো মোড়, থানার মোড় এলাকায় পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসা শিক্ষার্থীরা এবং মহাসড়ক অবরোধ করে হেফাজতের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে।

[৪] এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পটিয়া মাদ্রাসা ও জিরি মাদ্রাসা এলাকায়। হরতালে অংশ নেওয়া মাদ্রাসার ছাত্ররা তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

[৫] ডাকবাংলো মোড় এলাকায় দায়িত্বে নিয়োজিত থাকা পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) মিনহাজ মাহমুদ বলেন, যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

[৬] শনিবার দুপুরে পটিয়া মাদ্রাসা থেকে মিছিল নিয়ে হেফাজতের নেতাকর্মীরা পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ও সমাবেশ করে।

[৭] প্রসঙ্গত, শুক্রবার দুপুরে ঢাকার বায়তুল মোকাররম মসজিদে সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে পটিয়া মাদ্রাসার ছাত্ররা মিছিল বের করে পটিয়া থানার প্রধান গেটে হামলা চালিয়ে ভাঙচুর করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়