ফরিদপুর প্রতিনিধি: [২] কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করে তারা। মিছিল থেকে এক সমর্থককে আটক করলেই পুলিশের ওপর চড়াও হয়ে থানায় ইট-পাটকেল নিক্ষেপ করে বিক্ষোভকারীরা।
[৩] শনিবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার ঈদগাহ মসজিদ প্রাঙ্গণ থেকে বের হওয়া মিছিলকারীরা এ হামলা চালায়।
[৪] প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামের হাটহাজারীতে ৪ মুসল্লি নিহতের ঘটনায় হেফাজত ইসলামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ঈদগাহ মসজিদ প্রাঙ্গণ থেকে দুপুর ৩টার দিকে বিক্ষোভ মিছিল বের করে হেফাজত সমর্থকরা।
[৫] মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ঈদগাহ মসজিদ প্রাঙ্গণে পৌঁছালে পেছন থেকে ওসমান ব্যাপারী নামে এক মুসল্লিকে পুলিশ আটক করে বলে দাবি হেফাজতিদের।
[৬] আটক ওই মুসল্লিকে ছাড়াতে গিয়ে পুলিশের সঙ্গে মুসল্লিদের ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় তারা থানায় হামলা চালায়। ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ।
[৭] ভাঙ্গা থানার ওসি (তদন্ত) বিকাশ মণ্ডল জানান, মুসল্লিরা থানা ঘেরাও করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের এসআইসহ ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। সম্পাদনা: জেরিন আহমেদ