শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০৬:৪৮ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০৬:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পলাশবাড়িতে মনোহরপুর ইউপি কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলন

রফিকুল ইসলাম: [২] গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার মনোহরপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের এক সম্মেলন গতকাল শনিবার স্থানীয় ছাতিমতলা বাজারের গ্রাম উন্নয়ন সমবায় সমিতির মাঠে অনুষ্ঠিত হয়।

[৩] সংগঠনের ইউনিয়ন সমন্বয়ক মো. আব্দুল মতিন আকন্দের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সভাপতি অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পলাশবাড়ি উপজেলা সমন্বয়ক অ্যাড. আল্ফ আরসালান খান, সদর উপজেলা আহবায়ক মো. কামরুজ্জামান বুলেট, মনোহরপুর ইউনিয়নের সদস্য সচিব মো. বেলাল হোসেন, ছাত্র আন্দোলন সুন্দরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মো. রায়হান সিদ্দিক, রামজীবন ইউনিয়ন সভাপতি আরাফাত হোসেন ইউনুছ, সোহরাব হোসেন, এস.এইচ.এম নিশান মন্ডল, মমিন শেখ প্রমুখ।

[৪] বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ আমাদের গভীর আবেগের বিষয় কিন্তু এ আবেগের বাইরে মুক্তিযুদ্ধকে আমরা কতটা প্রাসঙ্গিক রেখেছি। মুক্তিযুদ্ধ ছিল ন্যায়যুদ্ধ, কারণ আমরা পাকিস্তানী শাসকদের অন্যায়-অবিচারের শিকার হয়েছিলাম ২৪ বছর, সেইসব অন্যায় অবিচারের বিরুদ্ধেই ছিল আমাদের যুদ্ধ। দেশ স্বাধীনের ৫০ বছরে স্বাধীনতাকে সুসংগঠিত করার চেয়ে আরও বেশি দুর্বল করা হয়েছে। বৈষম্য আরও বেড়েছে।

[৫] এখনো দেশের মানুষ পুরোপুরি অনুভব করতে পারে না স্বাধীনতা আর পরাধীনতার পার্থক্য। যা দেশবাসী কখনো কামনা করেনি। সম্মেলনে মো. আব্দুল মতিন আকন্দকে সভাপতি মো. বেলাল হোসেনকে সাধারণ সম্পাদক এবং মো. সোহরাব হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৫২ সদস্য বিশিষ্ট মনোহর ইউনিয়ন কমিটি গঠন করা হয়। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়