শিরোনাম
◈ একপাক্ষিক নির্বাচনের শঙ্কা জামায়াত- এনসিপির, কী বলছে ইসি? ◈ স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ এলপিজি নিয়ে সংকট: বৃহস্পতিবার থেকে বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ী সমিতির ◈ জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয় ◈ বি‌পিএল, সিলেট টাইটান্স‌কে হারিয়ে আবার শী‌র্ষে চট্টগ্রাম রয়‌্যালস ◈ ট্রাম্প ভেনেজুয়েলার যা করেছেন, চাইলে বাংলাদেশেও করুন, কিন্তু খেলোয়াড় কেন: জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ◈ এবার লিটন দাসের চুক্তিও বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান! ◈ বড় বাজারে অর্ডার কম, নতুন বাজারেও ধাক্কা: পোশাক রফতানিতে চ্যালেঞ্জ ◈ এবারের নির্বাচন লাইনচ্যুত রেলকে লাইনে ফেরানোর চেষ্টা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ ◈ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ১২:৪৪ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌমাছির কামড়ে সাংবাদিকসহ আহত ১৮

ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জের তাড়াশে মৌমাছির কামড়ে শিশু ও সাংবাদিকসহ কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। আহতের মধ্যে সামিয়া (২) নামের এক শিশুকে মুমূর্ষু অবস্থায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (২৬ মার্চ) সন্ধ্যায় তাড়াশ-ভূইয়াগতী সড়কের ধাপের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আর এ ঘটনায় আহত অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় আহত ৯ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, তাড়শের কাস্তা গ্রামের সামিয়া (২), বাচা খাতুন (৪০), ছবের আলী (৩২), বড়াইগ্রামের বাবর আলী (১৭), রিপন (২৪), চকজয়কৃষ্ণপুর গ্রামের কামরুজ্জামান (৪০), পিন্টু (৩০), তাড়াশ পৌর শহরের সাহানুর (৫৫), দৈনিক আমাদের সময়ের তাড়াশ প্রতিনিধি সাব্বির আহম্মেদ।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় তাড়াশ-ভূইয়াগতী সড়কের ধাপের ব্রিজ নামক এলাকায় সড়কের পাশে একটি বটগাছে থাকা মৌচাকের মৌমাছি হঠাৎ করে ওই সড়কে চলাচল করা পথচারীদের ব্যাপকভাবে আক্রমণ করা শুরু করে। এতে শিশু ও সাংবাদিকসহ অন্তত ১৮ জন আহত হন।

তাড়াশ উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. নুসরাত এ বিষয়ে নিশ্চিত করে বলেন, মৌমাছির কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে সামিয়া নামের এক শিশুকে মুমূর্ষু অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়