শিরোনাম
◈ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: কাছাকাছি মার্কিন ঘাঁটি ও সামরিক শক্তির হিসাব ◈ এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে, বেনাপোল বন্দরে ৫৩ কাটুন আটক ◈ দেশের বাজারে সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস ◈ ট্রাম্প প্রশাসনের বড় সিদ্ধান্ত: বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে ◈ নবম পে স্কেল: ফের বৈঠকে বসছে কমিশন, চূড়ান্ত হতে পারে একাধিক বিষয় ◈ নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ◈ নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান অধ্যাপক আলী রীয়াজের ◈ অবৈধ পথে আসছে বাজারের বেশিরভাগ স্বর্ণ : এনবিআর ◈ সাগর রক্ষায় জাপানের সঙ্গে চুক্তি, মহেশখালীতে হবে আদর্শ মৎস্যগ্রাম ◈ যে কারণে খামেনিকে ধরতে গিয়ে নাস্তানাবুদ হতে পারে মার্কিন বাহিনী

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ১২:৪৪ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌমাছির কামড়ে সাংবাদিকসহ আহত ১৮

ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জের তাড়াশে মৌমাছির কামড়ে শিশু ও সাংবাদিকসহ কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। আহতের মধ্যে সামিয়া (২) নামের এক শিশুকে মুমূর্ষু অবস্থায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (২৬ মার্চ) সন্ধ্যায় তাড়াশ-ভূইয়াগতী সড়কের ধাপের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আর এ ঘটনায় আহত অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় আহত ৯ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, তাড়শের কাস্তা গ্রামের সামিয়া (২), বাচা খাতুন (৪০), ছবের আলী (৩২), বড়াইগ্রামের বাবর আলী (১৭), রিপন (২৪), চকজয়কৃষ্ণপুর গ্রামের কামরুজ্জামান (৪০), পিন্টু (৩০), তাড়াশ পৌর শহরের সাহানুর (৫৫), দৈনিক আমাদের সময়ের তাড়াশ প্রতিনিধি সাব্বির আহম্মেদ।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় তাড়াশ-ভূইয়াগতী সড়কের ধাপের ব্রিজ নামক এলাকায় সড়কের পাশে একটি বটগাছে থাকা মৌচাকের মৌমাছি হঠাৎ করে ওই সড়কে চলাচল করা পথচারীদের ব্যাপকভাবে আক্রমণ করা শুরু করে। এতে শিশু ও সাংবাদিকসহ অন্তত ১৮ জন আহত হন।

তাড়াশ উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. নুসরাত এ বিষয়ে নিশ্চিত করে বলেন, মৌমাছির কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে সামিয়া নামের এক শিশুকে মুমূর্ষু অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়