শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৯:৫৭ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৯:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে আমার চোখে বাংলাদেশই ফেবারিট: মাইকেল স্পিসকো

মাহিন সরকার: [২] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত পাঁচ জাতি বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট খেলকে ইউরোপের দেশ পোল্যান্ড সবার আগে ঢাকায় এসেছে।

[৩] বাংলাদেশ থেকে দেশটির দূরত্ব প্রায় সাত হাজার কিলোমিটার। পোল্যান্ড যে কাবাডি খেলে তা অনেকেরই জানা নেই। এবার তারা এই সাত হাজার কিমি পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছে আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশ নিতে।

[৪] বৃহস্পতিবার ২৫ মার্চ ঢাকায় এসে দলের অধিনায়ক মাইকেল স্পিসকো এবং ম্যানেজার মাচে সাউস্কি টুর্নামেন্টের ফাইনাল খেলার আশা প্রকাশ করেছেন।

[৫] পোল্যান্ড অধিনায়ক মাইকেল স্পিসকো বলেন, আমাদের দেশে ২০১৫ সাল থেকে কাবাডি চর্চা শুরু হয়েছে। এই খেলাটি ইউরোপে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। ২০১৯ সালে আমরা আট জাতির ইউরোপিয়ান কাবাডির চ্যাম্পিয়নশিপ দল।

[৬] বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে যেসব দল অংশ নিচ্ছে তাদের বিপক্ষে পোল্যান্ড কখনও মোকাবিলা করেনি। প্রতিপক্ষ অচেনা হলেও তাদের ভিডিও ম্যাচ দেখেই শক্তি-সামর্থ্য সর্ম্পকে অবগত হয়েছেন। আমার চোখে এই টুর্নামেন্টে বাংলাদেশই ফেবারিট। ফেবারিট দলের সঙ্গেই আমরা ফাইনাল খেলতে চাই।

[৭] দলের ম্যানেজার মাচে সাউস্কি জানান, আমাদের অধিনায়ক দুইবার প্রো কাবাডি লিগ খেলেছে। তিনি দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড়ও। বর্তমান দলে প্রো কাবাডি খেলেছেন এমন ৪ জন আছেন।

[৮] বাংলাদেশের আবহাওয়া সর্ম্পকে ধারণা নেই সাউস্কির। তবে ভারতের মাটিতে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। আমরা জাপান ও থাইল্যান্ডের সাথে খেলেছি। আমেরিকার দলের সাথেও খেলেছি। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টেও ভাল কিছু দেখানোর প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়