শিরোনাম
◈ মানুষে সংক্রমণ সক্ষম হলে করোনার চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু: বিজ্ঞানীদের সতর্কবার্তা ◈ খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল (ভিডিও) ◈ ভিন্ন মতকে শত্রু দেখার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের ◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৫:৪৪ বিকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৫:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উগ্র মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে ফেনীতে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ

ফেনী প্রতিনিধি: [২] ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার ফেনীর ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উগ্র মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসীগোষ্ঠীর বিচারের দাবিতে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

[৩] জেলা পূজা পরিষদের সভাপতি শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা পূজা পরিষদের সাবেক সভাপতি রাজীব খগেশ দত্ত, সদর পূজা পরিষদের সাবেক সভাপতি অনিল বণিক, অরুণ দত্ত, পৌর পূজা পরিষদের সাবেক সভাপতি শান্তি চৌধুরী, সদর পূজা কমিটির সভাপতি তপন বসাক, পৌর পূজা কমিটির সভাপতি রাখাল চন্দ্র দাস, সোনাগাজী পূজা কমিটির সভাপতি সমর দাস, ফুলগাজী পূজা কমিটির সভাপতি দীপক বণিক, পরশুরাম পূজা কমিটির সাধারণ সম্পাদক সঞ্জীব সাহা, ছাগলনাইয়া পূজা কমিটির সাধারণ সম্পাদক কীর্তিলাল দেবনাথ প্রমুখ।

[৪] বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাত্রিতে পশ্চিম পাকিস্তানিরা যে কায়দায় বাঙালি জাতির উপর বর্বর নির্যাতন ও হামলা চালিয়েছে সেই কায়দায় সম্প্রতি সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে ৮৮টি সংখ্যালঘু পরিবারের লোকজনের ওপর সাম্প্রদায়িক সন্ত্রাসীগোষ্ঠী হামলা করে ঘরবাড়ি, মঠ-মন্দির ভাংচুর ও লুটপাট করে এবং মা-বোনদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে। তারা এ নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানান। সুনামগঞ্জের শাল্লার ঘটনাসহ সারাদেশে সংখ্যালঘুদের ওপর ঘটে যাওয়া বিভিন্ন সময়ে হামলা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

[৫] কর্মসূচিকে সফল করতে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার বিপুল সংখ্যক নেতৃবৃন্দ এবং সংখ্যালঘু নারী-পুরুষ বৃহস্পতিবার সকালে শহীদ মিনার চত্বরে সড়কের দু-পাশে সারিবদ্ধভাবে অবস্থান নেন। শেষে সংখ্যালঘুরা বিক্ষোভ মিছিল করে ট্রাংক রোড থেকে ফেনীর জয়কালী মন্দির প্রাঙ্গনে এসে কর্মসূচি সম্পন্ন হয়।সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়