শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৫:৪৪ বিকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৫:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উগ্র মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে ফেনীতে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ

ফেনী প্রতিনিধি: [২] ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার ফেনীর ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উগ্র মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসীগোষ্ঠীর বিচারের দাবিতে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

[৩] জেলা পূজা পরিষদের সভাপতি শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা পূজা পরিষদের সাবেক সভাপতি রাজীব খগেশ দত্ত, সদর পূজা পরিষদের সাবেক সভাপতি অনিল বণিক, অরুণ দত্ত, পৌর পূজা পরিষদের সাবেক সভাপতি শান্তি চৌধুরী, সদর পূজা কমিটির সভাপতি তপন বসাক, পৌর পূজা কমিটির সভাপতি রাখাল চন্দ্র দাস, সোনাগাজী পূজা কমিটির সভাপতি সমর দাস, ফুলগাজী পূজা কমিটির সভাপতি দীপক বণিক, পরশুরাম পূজা কমিটির সাধারণ সম্পাদক সঞ্জীব সাহা, ছাগলনাইয়া পূজা কমিটির সাধারণ সম্পাদক কীর্তিলাল দেবনাথ প্রমুখ।

[৪] বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাত্রিতে পশ্চিম পাকিস্তানিরা যে কায়দায় বাঙালি জাতির উপর বর্বর নির্যাতন ও হামলা চালিয়েছে সেই কায়দায় সম্প্রতি সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে ৮৮টি সংখ্যালঘু পরিবারের লোকজনের ওপর সাম্প্রদায়িক সন্ত্রাসীগোষ্ঠী হামলা করে ঘরবাড়ি, মঠ-মন্দির ভাংচুর ও লুটপাট করে এবং মা-বোনদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে। তারা এ নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানান। সুনামগঞ্জের শাল্লার ঘটনাসহ সারাদেশে সংখ্যালঘুদের ওপর ঘটে যাওয়া বিভিন্ন সময়ে হামলা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

[৫] কর্মসূচিকে সফল করতে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার বিপুল সংখ্যক নেতৃবৃন্দ এবং সংখ্যালঘু নারী-পুরুষ বৃহস্পতিবার সকালে শহীদ মিনার চত্বরে সড়কের দু-পাশে সারিবদ্ধভাবে অবস্থান নেন। শেষে সংখ্যালঘুরা বিক্ষোভ মিছিল করে ট্রাংক রোড থেকে ফেনীর জয়কালী মন্দির প্রাঙ্গনে এসে কর্মসূচি সম্পন্ন হয়।সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়