শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৪:১৮ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা ক্যাম্পে আগুন: ১০ মিলিয়ন ডলার জরুরি সহায়তা ঘোষণা

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের কুতুপালং বালুখালী ক‌্যাম্পে ভয়াবহ আগুন লাগার ঘটনায় অতিরিক্ত ১০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরুরি সহায়তা ঘোষণা করা হয়েছে। রাইজিংবিডি.কম

বৃহস্পতিবার (২৫ মার্চ) ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী নারী বিষয়কমন্ত্রী সিনেটর মেরিস পেইন এই ঘোষণা দেন।

কক্সবাজারে এই অগ্নিকাণ্ডের বিষয়ে এক বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং বালুখালী ক‌্যাম্পে অগ্নিকাণ্ডের খবরে আমি গভীরভাবে শোকাহত। যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই অগ্নিকাণ্ডের প্রভাবে ১ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ, খাদ্য বিতরণ কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র এবং অন্যান্য সুযোগ-সুবিধাগুলো ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যা অস্ট্রেলিয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগের বিষয়।’

তিনি বলেন, ‘আমি বাংলাদেশ সরকার এবং রোহিঙ্গা স্বেচ্ছাসেবীরা যারা আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং প্রাথমিক উদ্ধার অভিযানে সহায়তা করেছে এবং মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলো যারা ক্ষতিগ্রস্থদের জন্য খাদ্য সহায়তা, জরুরি আশ্রয়, পানি এবং স্যানিটেশন সেবা প্রদান করেছে তাদের প্রত্যেকের প্রশংসা করি।’

‘কক্সবাজারে রোহিঙ্গা এবং স্থানীয় গোষ্ঠীর জন্য মানবিক সহায়তা বজায় রাখতে অস্ট্রেলিয়া প্রতিশ্রুতিবদ্ধ। আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য আমাদের বিদ্যমান মানবিক সহায়তা থেকে অতিরিক্ত ১০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরুরি সহায়তা ঘোষণা করছি। আমাদের অতিরিক্ত সহায়তা জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) এবং জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) মাধ্যমে সরবরাহ করা হবে।’

এই অতিরিক্ত তহবিল, ২৬০ মিলিয়নের বেশি অস্ট্রেলিয়ান ডলার বরাদ্দকৃত তহবিলের সঙ্গে সংযুক্ত হচ্ছে, যা ২০১৭ সাল থেকে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় গোষ্ঠীর জন্য মানবিক সহায়তা হিসেবে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়